বিবিধ—রাস্তার কবিতা—১৮৩৬ খৃঃ । S895 দু দিকে করে খালি নয়ান যুলি মধ্যে কিছু মাটী। আর প্রস্থে বার হাত আধ হাত কাট মাটী ৷ এড়ায়ে যাম কত শত কত শত কে করে গণন । উচ নীচ কেটা পুকুর গাবা সোজা কৈল্য গণ ৷ পিটিয়া পিটন্তা ধরে বিষ্ণুপুরে পৌছিল আসিয়া। খান পান৷ উতর খান সায়বানা খাটায়্যা ৷ দিন দুই তিন রহিল পথ করিল সহর-ভিতর দিয়া । গড়ের মুর্চ কেটা চল উঠে জয়ঢাক বাজায়্যা ৷ শুনিয়া ভয় বাড়িল সব পালাল ঘর দুয়ার ফেলিয়া। পুরুষ মেয়ে ফেলে পালায় ধেয়ে বুড়া বুড়ী ছেলা ॥ ; ; ; ; ; ; , . বদি কায়েত বামন পালায় এখন থাপা লেখা পান। কোলু মালী ধোবা তেলি যত মুছলমান ৷ ভাত রইল ঘরে তব সোঙরে কি কোল্লু ভেয় । গোলাম ছিল সেহ পালাল্য বিবি সঙ্গে লয়৷ ৷ ফেলিয়া পাথুরা হেতার কামার ছুতার পালাইল যদি। ময়রা ভেয়ে পালায় ধেএ সোণার বেণী আদি ৷ রোজপুত ভাট আগুরী সারি সারি দৈবক-কুমার। বাগদি নড়ি মুচি হাড়ী হাজারে হাজার ॥ ফেলিয়া লাঙ্গল মাঠে পালায় বটে যত চাষীগণ । পালায় তখন কত শত কে করে গণন ॥ চৈত্রীমাসে যেন পেয়ে ক্ষেণ মহামহাবারুণী । যেন সৰ্ব্ব লোকে গঙ্গাস্নানে যায় দিবস রজনী ॥ আইল কোতুলপুরে ডঙ্কা মেরে শঙ্কা বড় হল্য। সেখান ছেড়া তড়াবড়ি খাটুল পোহছিল। ছামুতে (১) যাহা পড়ে কাটে ছিড়ে গাছ পাথর আদি। দেবতা পেলে ছুড়ে ফেলে পঞ্চানন আদি ৷ গাত্র তার হাত দিয়া উপাড়িয়া শিবকে ফেলিল । কত গ্রাম নিব নাম পশ্চাৎ করিল। হরিপাল বামে খুয়া পাছু হয়৷ ভূৱষ্ট পরগণা। শীঘ্ৰ গেল কটরাজলা ধারে দিল তার থান ॥ সেখানে বান্ধিল বড় করে দঢ় শাখারি খাটায়া। মাঠে মাঠে শান্ধ্যা ঘাটে উত্তরিল গিয়া ॥ -- (১) ছামুতে = সন্মুখে। - )
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।