N89 R. নিধিরাম ও খেলারাম । নিথি-পত্নীর ক্ৰোধ । বঙ্গ-সাহিত্য-পরিচয় । আরপার কলিক্কাতে নৌকাপথে গঙ্গাপার হল্য। সহর দিয়া হুজুর হয় কুর্ণিস করিল। শুনি সাহেব হরষ হল্য পঠাইল বহু সেনাগণ । শ্ৰীগুরু ভাবিয়া কহে মদনমোহন ৷ কুলীনের সম্বন্ধ-নির্ণয়। নিধিরাম চক্রবর্তী শোণ কাটিছেন বসে। খেলারাম ভট্টাচাৰ্য্য উত্তরিল এসে । নিধিরামকে থেলারাম করিল সন্তাষ । নিধিরাম বলে তোমার কোথায় নিবাস ॥ খেলারাম বলে বাড়ী বেণেবসারি। যথাতে যাইতাম তাই নিবেদন করি ॥ মহাশয়ের অবিয়ত (১) কস্তা একটা আছে। সম্বন্ধ করিতে আনি এলাম তোমার কাছে ৷ নিধিরাম বলে শুন মনের কথা কই । কোন পুরুষে আমরা শুন পাটী-বেচা নই। কোন পুরুষে মেয়ে বেচা খাই না কার কড়ি। খরচ অর্থে নিব টাকা সাড়ে দশ বুড়ি ॥ এমতি করিব যদি মনের মত মিলে । নতুবা করিব কুল যা থাকে কপালে। নিধিরামে খেলারামে কথা জুই জনে । কপাটের অাড়ে হইতে মাগী তাহ শুনে ॥ নিধিরাম বলে যেই কুল করিব বল্যে। উস্কাপাতের মতন তখন মাগী এল জলে ৷ কি বলিলে পোড়ামুখ কুল করিতে যায়। সৰ্ব্বাঙ্গ জলে গেল অগ্নি দিল গায় ৷ শুভদিনে শুভক্ষণে হইছে বাছার কথা । এমন সময় কুলের নাম করে ফেল্লি হেথা ॥ (১) অবিবাহিত ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।