বিবিধ–বোধেন্দু-বিকাশ–১৯শ শতাব্দীর মধ্যভাগ । X8.9% গৃহস্থ করেছ দিয়ে গৃহ-ঘর। সকলি আপন সকলি তো পর ॥ নিজ নিজ ভাবে কহে পরস্পর। কারে বলি নিজ কারে বলি পর। জনক জননী স্থত সহোদর। শত শত পরিবার হে ॥ ভোগের সম্ভব থাকিতে ভবে। বিষম ব্যাকুল কেন হে তবে ॥ কি হলো কি হলো কি হবে কি হবে। কারে দিব ভার কে ভার লবে। দেখ আহা সবে আহা হাহা রবে। কত করে হাহাকার হে। সকলেরি দেখি মলিন মুখ। বিপুল বিষাদে বিদরে বুক । ঐহিক সম্পদ ভোগের সুখ । তাহাতে দিতেছ দারুণ দুঃখ ॥ * ভোগেতে বঞ্চনা যোগেতে বঞ্চন । ** লাঞ্ছনা হইল সার হে ॥ বিষয়ী করিয়া দিলে না বিষয় । তায় কি আছে বিশেষ বিষয় ॥ এই বড় নাথ দুঃখের বিষয়। বুঝিতে পারিনে তোমার বিষয় ॥ ভারী হয়ে ভার না নিলে যদি । কারে দিব তবে ভার হে ॥ দিলে না হলো না সুখের সুভোগ। ভোগ করি শুধু আপন-কুভোগ। এখনো রয়েছে যোগের সুযোগ । সে যোগে কেন হে না হয় সুযোগ ॥ ভোগে কৰ্ম্মভোগ যোগে অনুযোগ । এ যোগাযোগ কার হে ॥
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।