পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪৪০
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

কলি-যুগে লোকের অবস্থা।

মহারাজ জয় জয় ত্রিভুবনে কারে ভয়
মোহরসে প্রাণিগণ সমুদয় গলেছে।
ষাজক ব্রাহ্মণ যত সকলেই অনুগত
মুখে এক পেটে আর যজমানে ছলেছে॥
ভক্তি পালায়েছে ছুটে শুধু নেয় ধন লুটে
পাঁজি পুথি ঘেঁটেঘুটে কেটেকুটে ডলেছে।
যজমান শিষ্য যারা বিষম বেঁকেছে তারা
গুরু পুরোহিত ধরে দুটি কাণ মলেছে॥
বিদ্যালয়ে কত শিশু মজেছে ভজেছে যীশু
মনেতে বিকার নাই এক দিকে ঢলেছে।
মশ্‌মশ্‌ জুতা পায় ঠাকুরের ঘরে যায়
বিছানায় ভাত খায় রীতি কত টলেছে॥