- - - - --- ਟੁਡ਼3ਥੇ ਚੁ੧ । ートごぞnföミ一つ রামপ্রসাদ সেনের বিদ্যাসুন্দর। রাজপ্রসাদ সেনের জন্ম ১৭১৮ ও মৃত্যু ১৭৭৪ খৃষ্টাব্দে। বিশেষ বিবরণ বঙ্গভাষা ও সাহিত্যের ৫৮৮-৫৯৬ পৃষ্ঠায় দ্রষ্টব্য। তার আগে দেখে কবি (১) রাজার বাজার। বৰ্দ্ধমানের বাজার। বিদেশী বেপারী বৈসে হাজারে হাজার ॥ বণিজী দোকানী কত শত শত ঠাঞি। মণি মুক্ত প্রবাল আদির সীমা নাই ৷ বনাত মখমল পটু ভূষণাই (২) খাসা। বুটাদার ঢাকাইয়া দেখিতে তামাসা (৩) ৷ মালদই নলাটি চিকণ সরবন্দ। আর আর কত কব আমীর-পছন্দ ॥ বিলাতী বহুত চীজ বেশ কিন্মতের । খরিদার নাহি পড়ে পড়ে আছে ঢের ॥ সুলভ সকল দ্রব্য যা চাই তা পাই। বাজারে বেসাতি নাই রাজার দোহাই ॥ (৪) হাতীর আমারী (৫) পীঠে বাঘাই কোটাল । শমন-সমান-দৰ্প দুই চক্ষু লাল ৷ চৌগোফ মজাই দাড়ি তুলিয়াছে ভাল। বাঘাই কোটাল। সফেদ পোষাক-পরা কলেবর কাল ॥ রক্তচন্দনের ফোট বিরাজিত ভালে । পূৰ্ব্বদিক প্রকাশ যেমত উষাকালে । (১) রাজকুমার মুন্দর ৷ (২) ভূমৃণাই=ভূষণ-পরগণায় জাত বস্ত্র। (৩) তামাসা = আশ্চৰ্য্য। (৪) বাজারে রাজার দোহাই দিয়া টোল নেওয়ার রীতি নাই। (৫) আমারী হাওদা (?) । 〉ッ。
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।