388 R. বঙ্গ-সাহিত্য-পরিচয় । ভবানীর বড় ভক্ত ভয় নাহি মাত্র। যার পানে চায় তার কঁপি উঠে গাত্র ॥ দুই পাশে খাড়া রহে হবেশী গোলাম। সরদার লোকে যত করিছে সেলাম ॥ আগে ডঙ্কা সন্তরি (?) সন্তরি চন্দ্ৰবাণ (১)। বাজে দামা জগজম্ফ ভেওরী বিষাণ ॥ হাজার সোয়ার সঙ্গে পাঠান সকল । ধমকে চমকে তনু ধরা যায় তল ॥ নকিব ফুকারে সদা হাজারীর ভুর (?) । সহরে সোরত পড়ে যায় বাহাদুর ॥ সুন্দর হাসেন মনে থাকু দিন কত। পাছে যাবে বুঝাপড়া বাহাদুরী যত ॥ (২) প্রসাদে প্রসন্না হও কালি কৃপাময়ি। আমি তুয়া দাস-দাস-দাসীপুত্ৰ হই । মালিনীর উদ্যানে সুন্দর। অদূরে উদয় রবি নিদ্রা ত্যজি উঠে কবি। (৩) শিরসি কমলে দশ শত-দলে চিন্তয়ে শ্ৰীনাথচ্ছবি ॥ জপয়ে ঐদুর্গ নাম পূর্ণ-হেতু মনস্কাম। প্রাতঃস্নান করি ধৌত ধুতি পরি সসঙ্কল্প গুণধাম ॥ নিকটে মালঞ্চ শুষ্ক দেখি মনে বড় দুস্থ (৪) । সে জন-গমনে কুসুম-কাননে বিকসিত হয় পুষ্প । (১) ডঙ্কা বাজাইবার দণ্ড । (২) এছেন কোটালের যত বাহাদুরী শেষে সকলই জানা যাইবে, এই ভাবিয়া সুন্দর মনে মনে হাসিলেন। - (৩) প্রথম ছত্রের শেষ শব্দের সঙ্গে তৃতীয় ছত্রের শেষ শব্দের মিল। (৪) কুস্থ = স্থঃখ । -
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।