কৃষ্ণচন্দ্রীয় যুগ—রামপ্রসাদ সেন—১৭১৮-১৭৭৪ খৃঃ । >889 সানন্দে কহিছে হাসি ধর মা এই লও শশী মুকুর লইয়া দিল করে। মুকুরে হেরিয়া মুখ উপজিল মহাসুখ বিনিন্দিত কোটি শশধরে ॥ শ্রীরামপ্রসাদ কয় কত পুণ্য-পুঞ্জ-চয় জগজ্জননী যার ঘরে । কহিতে কহিতে কথা সুনিদ্রিতা জগন্মাতা শোয়াইল পালঙ্ক-উপরে ॥ প্রভাত সময় জানি হিমগিরি-রাজ-রাণী উমার মন্দিরে উপনীত । মঙ্গল-আরতি-বাণী চেতন জন্মায় রাণী প্রেমভরে অঙ্গ পুলকিত ॥ জয় বলে আমি সাজাইলাম। বেশ বানাইলাম জগদম্ব চল পুষ্পকাননে। চল চল পুষ্প-বনে জয় দাসী যাবে সনে ৷ লোহিত চরণতলারুণ-পরাভব । নখর-রুচি হিমকর-সম্পদ-দলন। নীলাঞ্চল নিচোল বিলোল পবনে ঘন। সুমধুর নুপূৱ কিঙ্কিনী কলন (১)। সকল সময়ে মম হৃদয়-সরোরুহ। বিহরসি হরশিরসি শশিললন । কল্পতরুতলে শ্রীরাজকিশোর (২) ভাষে । বাঞ্ছা-ফল ফলন । ভাগ্যহীন শ্ৰীকবি রঞ্জন কাতর। দীন-দয়াময়ি সন্তত (৩) ছল ছলনা ৷ (১) শব্দযুক্ত। (২) কালী-কীৰ্ত্তনের অনেক স্থলেই ভণিতায় দৃষ্ট হয় শ্ৰীযুক্ত রাজকিশোরের আদেশে তিনি এই কাব্য রচনা করেন। রাজকিশোর মুখোপাধ্যায় মহারাজ কৃষ্ণচন্দ্রের পিসা শু্যামমুন্দর চট্টোপাধ্যায়ের জামাতা ছিলেন। ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে ইহার উল্লেখ আছে—“মুখে রাজকিশোর কবিত্ব-কলাধর ।” (৩) সন্তত = দূর কর।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।