কৃষ্ণচন্দ্রীয় যুগ—ভারতচন্দ্র—১৭১২-১৭৬০ খৃঃ । S86. S দোহার আধ আধ আধ শশী শোভা দিল বড় মিলিয়া বসি । আধ জটাজুট গঙ্গা সরসী আধই চারু কবরী রে । এক কাণে শোভে ফণিমণ্ডল এক কাণে শোভে মণি-কুণ্ডল । আধ অঙ্গে শোভে বিভূতি ধবল আধই গন্ধ কস্ত রী রে । ভারত কবি গুণাকর রায় কৃষ্ণচন্দ্র-প্রেম-ভকতি চায়। হরগৌরী বিয়া হইল সায় (১) সবে বল হরি হরি রে ॥ হরগৌরীর বিবাদ । শঙ্কর কহেন শুন শুনহ শঙ্করি। ক্ষুধায় কঁপিয়ে অঙ্গ বলহ কি করি ॥ নিত্য নিত্য ভিক্ষ মাগি আনিয়া যোগাই। সাধ করে এক দিন পেট ভরে থাই ॥ সকলের ঘরে ঘরে নিত্য ফিরি মেগে । সরম ভরম গেল উদরের লেগে ॥ ভিক্ষ মাগি ভিক্ষা মাগি কাটিলাম কাল। তবু ঘুচাইতে নারিলাম বাঘ-ছাল ॥ আর সবে ভোগ করে কত মত সুখ । শিবের অভিযোগ । কপালে আগুন মোর না ঘুচিল দুখ ॥ নীচ লোকে উচ্চ ভাষে সহিতে না পারি। ভিক্ষা মাগি নাম হৈল শঙ্কর ভিক্ষারী ॥ বিধাতার লিখন কাহার সাধ্য খণ্ডি । গৃহিণী ভাগ্যের মত পাইয়াছি চণ্ডী ॥ সৰ্ব্বদা কনদল বাজে কথায় কথায় । রস-কথা কহিতে বিরস হয়ে যায় ॥ কিবা শুভক্ষণে হইল অলক্ষণ ঘর। খাইতে না পানু কৰ্ভু পূরিয়া উদর ॥ আর আর গৃহীর গৃহিণী আছে যারা। কত মতে স্বামীর সেবন করে তারা ॥ অনিৰ্ব্বাহে নিৰ্ব্বাহ করয়ে কত দায়। (২) আহা মরি দেখিলে চক্ষুর পাপ যায়। (১) সাঙ্গ । (২) দায় = বিপদে। অনেক সময়ে কোন দায় উপস্থিত হইলে দ্রব্য সামগ্রীর অকুলান হইলেও কৌশলে নিৰ্ব্বাহ করিয়া লয়।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।