>8& 8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । ঘর উজড়িয়া যাব ভিক্ষায় যে পাই খাব অদ্যাবধি ছাড়িতু কৈলাস । নারী যার স্বতন্তর সে জন জীয়ন্তে মরা তাহারে উচিত বনবাস ॥ বৃদ্ধকাল আপনার নাহি জানি রোজগার চাষবাস বাণিজ্য ব্যাপার। সকলে নিগুৰ্ণ কয় ভুলাএ সৰ্ব্বস্ব লয় নাম মাত্র রহিয়াছে সার ॥ যত আনি তত নাই না ঘুচিল থাই খাই কিবা সুখ এ ঘরে থাকিয়া । এত বলি দিগম্বর আরোহিয়া বৃষবর চলিলেন ভিক্ষার লাগিয়া ॥ শিবের দেখিয়া গতি শিবা কন ক্রোধমতি কি করিব এক ঘরে রয়ে । বৃথা কেন দুঃখ পাই বাপের মন্দিরে যাই গণপতি কীৰ্ত্তিকেয় লয়ে ॥ যে ঘরে গৃহস্থ হেন সে ঘরে গৃহিণী কেন নাহি ঘরে সদা খাই খাই। কি করে গৃহিণীপনে খনখন ঝনঝনে (১) আসে লক্ষ্মী বেড় বান্ধে নাই। (২) বাণিজ্যে লক্ষ্মীর বাস তাহার অৰ্দ্ধেক চাষ রাজ-সেবা কত খচমচ। গৃহস্থ আছএ যত সকলের এই মত ভিক্ষা-মাগা নৈব চ নৈব চ।। (৩) হইয়া বিরস-মন লয়ে গুহ গজানন হিমালয়ে চলিলা অভয়া । ভারত বিনয়ে কয় এমত উচিত নয় নিষেধ করিয়া কহে জয় ॥ (১) যেখানে সৰ্ব্বদাই খনখন ঝন্ান অর্থাৎ কলহ, সেখানে গৃহিনীপনা জানিয়াই বা লাভ কি ? (২) লক্ষ্মী আসিয়াও স্থির থাকিতে পারেন না। (৩) একটি সৰ্ব্বজন-বিদিত শ্লোকের অনুবাদ ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।