কৃষ্ণচন্দ্রীয় وذجية وتجتماعية ১২-১৭৬০ খ্রঃ । እ8® ዓ জগতের হিতে মন উৰ্দ্ধ-বাহু হয়ে কন ধৰ্ম্মে মতি হউক সবার। ধন নাহি স্থির রয় দারা আপনার নয় সেই ধৰ্ম্ম পরলোকে সার ॥ এই রূপে শিষ্য-সঙ্গে সৰ্ব্বদা ফিরেন রঙ্গে চিরজীবী নরাকার লীলা । একদিন দৈব-বশে শিষ্য-সহ শাস্ত্র-রসে নৈমিষ-কাননে উত্তরিলা ॥ শৌনকাদি ঋষিগণ পূজা করে ত্রিলোচন গল-বাদ্যে বিল্বপত্র দিয়া । গলায় রুদ্রণক্ষ-মাল অৰ্দ্ধচন্দ্র শোভে ভাল কলেবরে বিভূতি মাখিয়া ॥ শিব ভর্গ ত্রিলোচন বৃষধ্বজ পঞ্চানন চন্দ্রচূড় গিরিশ শঙ্কর । ভব শৰ্ব্ব ব্যোমকেশ বিশ্বনাথ প্রমথেশ দেবদেব ভীম গঙ্গাধর ॥ ঈশ্বর ঈশান ঈশ কাশীশ্বর পাৰ্ব্বতীশ মহাদেব উগ্ৰ শূলধর। বিরূপাক্ষ দিগম্বর ত্র্যম্বক গিরিশ হর রুদ্র পুরহর স্মরহর । এইরূপে ঋষি যত শিবের সেবায় রত দেখি ব্যাস নিষেধিয়া কন। ভারত পুরাণে কয় ব্যাসের কি ভ্রান্তি হয় বুঝা যাবে ভ্রান্তি সে কেমন ॥ ব্যাসের শিব-নিন্দ । বেদব্যাস কহেন শুনহ ঋষিগণ । কি ফলে বিফল কর শিবের সেবন ॥ সৰ্ব্বশাস্ত্র দেখিয়া সিদ্ধান্ত কৈতু এই ৷ ভজনীয় সে জন যে জন মোক্ষ দেই ॥ অন্তের ভজনে হয় ধৰ্ম্ম অর্থ কাম । ধৰ্ম্ম-ব্যাখ্যা । মোক্ষফল কেবল কৈবল্য হরিনাম ॥ \r\లి
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫০৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।