পদাবলী—বিদ্যাপতি—১৪-১৫শ শতাব্দী। " বিদ্যাপতি কহ শুন বর কণন । তরুণিম শৈশব চিহ্নহি না জান ॥ (১) খন ভরি নাহি রহ গুরুজন-মাঝে। বেকত অঙ্গ না ঝাপয় লাজে ॥ (২) বালী জন সঙ্গে যব রহই। তরুণী পাই পরিহাস র্তহি করই ॥(৩) মাধব তুয়া লাগি ভেটল রমণী । কে কহু বালা কে কহু তরুণী (৪) ॥ কেলিক রভস যব শুনে আনে । আনতএ হেরি ততহি দেএ কাণে ॥ (৫) ইথে যদি কেও করএ পরচারী। কঁাদন মাখি হসি দেএ গারি ॥ (৬) সুকবি বিদ্যাপতি ভণে । বালা-চরিত রসিক-জন জানে ॥ শ্ৰীকৃষ্ণের পূর্বরাগ। র্যহ। যহ পদ যুগ ধরই। তহি তঁহি সরোরুহ ভরই ॥(৭) র্যহ। যহাঁ ঝলকত অঙ্গ । তহি তঁহি বিজুরী-তরঙ্গ ॥ (১) তরুণী এবং বালিকার চিহ্ন তুমি জান না। (২) একটি ক্ষণও স্থির হইয়া গুরুজনের নিকট থাকে না। মুক্ত অঙ্গ লজ্জায় আবরণ করে না । (৩) যখন বালিকাদের সঙ্গে থাকে, তখনও যুবতী কাহারও সমাগম হইলে তাহার সঙ্গে পরিহাস করিতে ভালবাসে। (৪) কেহ বলে বালিকা, কেহ বলে যুবতী। (৫) অপরের মুখে প্রেম-ব্যাপারের কোন প্রসঙ্গ শুনিলে মস্তক অবনত করিয়া অতিশয় মনোযোগের সহিত তাহা শ্রবণ করে। (৬) ইহা যদি কেহ লক্ষ্য করিয়া প্রচার করে, তবে কান্নামিশ্রহাসির সহিত তাহাকে গালি দিতে থাকে। (৭) যে যে স্থানে পদ-বিক্ষেপ হয়, সেই সেই স্থানে যেন পদ্ম বিকশিত হইয় উঠে। ృe o
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।