>8Qb" শৌনকাদি মুনির উত্তর । বঙ্গ-সাহিত্য-পরিচয় । অন্ত্য অন্ত ফল পাবে ভজি অন্ত জনে। মোক্ষপদ পাবে যদি ভজ নারায়ণে ॥ নিরাকার ব্রহ্ম তিন রূপেতে সাকার । সত্ত্বরজস্তমো গুণ প্রকৃতি তাহার ॥ রজোগুণে বিধি তাহে লোভের উদয় । তমোগুণে শিবরূপ অহঙ্কারময় ॥ সত্ত্বগুণে নারায়ণ কেবল চিন্ময় । যুক্তি করি দেখ বিষ্ণু বিনা মুক্তি নয় ॥ তমোগুণে অধোগতি অজ্ঞানের পাকে। মধ্য গতি রজোগুণে লোভে বাধা থাকে ॥ সত্ত্বগুণে তত্ত্বজ্ঞান করতলে মুক্তি। অতএব হরি ভজ এই সার যুক্তি ॥ সত্য সত্য এই সত্য আর সত্য করি । সৰ্ব্ব শাস্ত্রে বেদ মুখ্য সৰ্ব্ব দেবে হরি। বেদে রামায়ণে আর সংহিতা পুরাণে । আদি অন্তে মধ্যে হরি সকলে বাখানে ॥ (১) এত শুনি শৌনকাদি লাগিলা কহিতে । কি কহিলা ব্যাসদেব না পারি সহিতে ॥ নয়ন মুদিয়া দেখ বিশ্ব তমোময়। ইথে বুঝি ব্ৰহ্ম-রূপ তমো বিনা নয় ॥ তমোগুণে অহঙ্কার দোষ কিবা দিবে। অহঙ্কার নহিলে কি ভেদ ব্ৰহ্ম-জীবে ॥ সত্ত্ব-রজঃ-প্রভাব ক্ষণেক বিনা নয়। তমের প্রভাব দেখ চিরকাল রয় ॥ রজোগুণে হুষ্টি তাহে কেবল উদ্ভব । সত্ত্বগুণে পালন বিবিধ উপদ্রব ॥ তমোগুণে প্রলয় কৈবল্য পরিণাম । বুঝহ লক্ষণে আর মোক্ষ কার নাম ॥ রজোগুণে কৌমার যৌবন সত্ত্বগুণে । তমোগুণে জরা দেখ গুরু কোটিগুণে। (২) (১) "বেদে রামায়ণে পুণ্যে পুরাণে ভারতে তথা । আদাবস্তে চ মধ্যে চ হরিঃ সৰ্ব্বত্র গীয়তে ॥”—মহাভারত। (২) অসংখ্য গুণে বৃদ্ধ, কুমার ও যুবক হইতে পূজনীয়।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।