১৪৬২ কৃষ্ণলীলা-বর্ণন। বঙ্গ-সাহিত্য-পরিচয় । বীণা-বাশী-আদি যন্ত্রে বেদ পুরাণাদি তন্ত্রে নানা মতে গান বিষ্ণুপদ । কীৰ্ত্তনে ঢালিয়া দেহ গড়াগড়ি দেয় কেহ কেহ তারে ধরে দেয় কোল। উৰ্দ্ধভূজে উৰ্দ্ধপদে কেহ নাচে প্রেমমদে কেহ বলে হরি হরি বোল ॥ গোপ-কুলে অবতরি যে যে ক্রীড়া কৈলা হরি আদি অন্ত মধ্যে সে সকল । একমনে ব্যাস কন শুনেন ভকতগণ আননেদ লোচনে ঝরে জল ॥ গোলোকেতে গোপীনাথ রাধা-আদি গোপী-সাথ শ্ৰীদামাদি সহচরগণ । নন্দ-যশোদাদি যত সবে নিত্য অনুগত কপিলাদি যতেক গোধন ৷ স্বধা-সমুদ্রের মাঝে চিন্তামণি-বেদী সাজে কল্পতরু কদম্ব-কানন । নানা পুষ্প বিকসিত নানা পক্ষি-সুশোভিত সদানন্দময় বৃন্দাবন ॥ কাম সদা মূৰ্ত্তিমান ছয় ঋতু অধিষ্ঠান রাগিণী ছত্রিশ আর যত । ব্ৰজাঙ্গনীগণ-সঙ্গে সদা রাস-রস-রঙ্গে নৃত্য গীত বাদ্য নানামত। গোলোক-সম্পদ লয়ে ভকতে সদয় হয়ে অবতীর্ণ হইল ভূমণ্ডলে। ংস-আদি দুষ্টগণ করিবারে নিপাতন দৈবকী-জঠরে জন্ম-ছলে । বসুদেব কংস-ভয় নন্দের মন্দিরে লয় খ্যাত হৈলা নন্দের নন্দন । পূতনা বধিতে চলে বিষ-স্তন-পান ছলে কৃষ্ণ তার বধিলা জীবন। শকট ভাঙ্গিয়া রঙ্গি যমল অর্জুন ভঙ্গি তৃণাবর্তে নিধন করিলা ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।