কৃষ্ণচন্দ্রীয় যুগ—ভারতচন্দ্র—১৭১২-১৭৬০ খৃঃ। 8ఆసి হীরা থর থর কঁাপিছে ডরে। ঝর বীর জল নয়নে ঝরে ॥ কাদি কহে শুন রাজ-কুমরি। ক্ষম অপরাধ আমি তোমারি ॥ চিকণ গাথনে বাড়িল বেলা । তোমার কাযে কি আমার হেলা ॥ বুঝিতে নারিনু বিধির ফন্দ (১)। করিমু ভালরে হইল মন্দ ॥ ভ্রম বাড়িবারে করিনু শ্ৰম । শ্রম বৃথা হৈল ঘটিল ভ্ৰম ॥ বিনয়েতে বিদ্যা হইল বশ । অস্ত গেল রোষ উদয় রস। (২) বিদ্যা কহে দেখি চিকণ হার । এ গাথনি আই নহে তোমার ॥ পুনঃ কি যৌবন ফিরি আইল । কিবা * * শিখা এ দিল ॥ হীরা কহে তিতি আঁখির নীরে। যৌবন জীবন গেলে কি ফিরে ॥ ছাড় আই ছল জানি সকল । গোড়ায় কাটিয়া মাথায় জল ৷ বড়র পরিতি বালির বাধ। ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাদ ॥ (৩) কোঁটায় কি আছে দেখ খুলিয়া। থাকিয়া কি ফল যাই চলিয়া ৷ (১) ফন্দ=ফন্দী=কৌশল। (২) ক্রোধ অস্তমিত হইল এবং মধুর ভাব উদিত হইল। এখানে স্বৰ্য্যের অস্ত-গমন এবং চন্দ্রের উদয়ের সঙ্গে গৌণ উপমা আছে । (৩) বড় লোকের প্রতি বালুকার বাধের দ্যায়,—তাহা কখন ভাঙ্গে ঠিক নাই, তার উপর প্রত্যয় করা যায় না,—এক সময়ে হয়ত হাতে চাদ তুলিয়া দেন এবং পরক্ষণেই হস্তে শৃঙ্খল পরান।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।