কৃষ্ণচন্দ্রীয় যুগ-ভারতচন্দ্র—১৭১২-১৭৬০ খৃঃ। 》89 কাঙ্গাল হইনু সবে বাঙ্গলায় এসে। শির বেচে টাকা করি সেহ যায় ভেসে ॥ এইরূপে লস্করে দুষ্কর হইল বৃষ্টি। মানসিংহ বলে বিধি মজাইলা স্মৃষ্টি ৷ মানসিংহের সঙ্গে প্রতাপাদিত্যের যুদ্ধ। ধা ধী গুড় গুড় বাজে নাগার । বাজে রবার মৃদঙ্গ দোতারা। পয়দল কলবল ভূতল টলমল । সাজল দল-বল অটল সোয়ারা ৷ দামিনী তকতক জামকী ধক্ ধক। ঝকমক চক্মক্ খর তরবারা ৷ ব্রাহ্মণ রজপুত ক্ষত্রিয় রাহুত (১)। মোগল মাহত রণ অনিবারা । ভাড় কলাবত নাচত গায়ত । ভারত অভিমত গীত স্থধারা। চলে রাজা মানসিংহ যশোর নগরে ৷ সাজ সাজ বলি ডঙ্কা হইল লস্করে। ঘোড়া উট হাতী পিঠে নাগারা নিশান । গাড়ীতে কামান চলে বাণ চন্দ্রবান (২) । হাতীর আমারী ঘরে বসিয়া আমীর । আপন লস্কর লয়ে হইল বাহির । আগে চলে লালপোশ খাশ বরদার । সিফাই সকল চলে কাতার কাতার ॥ তবকী ধানুকী ঢালী রায়বেশে মাল (৩) । দফাদার জমাদার চলে সদীয়াল ॥ আগে পাছে হাজারীর হাজার হাজার । নটী নট হরকরা উরুদ্র বাজার ॥ (১) রাহুত =সৈন্ত । (২) চন্দ্রবান =চন্দ্র (চন্দ্র-চিহ্ন)-যুক্ত। (৩) রায়বেশে মাল=যে সকল মল্লের হস্তে রায়বাশ (উক্ত নামধারী বঁাশের লাঠী । ) > y●
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।