»8ግ8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । সানাই কর্ণাল বাজে রাগ আলাপিয়া । ভাট পড়ে রায়বার যশঃ বৰ্ণাইয়া ॥ ধাঢ়ী গায় কড়খা ভাড়াই করে ভাড় । মালে করে মালাম চোয়াড়ে লোফে কঁাড় ॥ আগে পাছে দুই পাশে দু-সারি লস্কর। চলিলেন মানসিংহ যশোর নগর। মজুদারে সঙ্গে নিলা ঘোড়া চড়াইয়া । কাছে কাছে অশেষ বিশেষ জিজ্ঞাসিয় ॥ এইরূপে যশোর নগরে উত্তরিয়া । থানা দিলা চারি দিকে মুরুচা করিয়া ৷ শিষ্টাচার মত আগে দিলা সমাচার। পাঠাইয়া ফরমান বেড়ী তলওয়ার ॥ (১) প্রতাপ-আদিত্য রাজা তলওয়ার লয়ে । বেড়ী ফিরা পাঠাইয়া পাঠাইল কয়ে ৷ কহ গিয়া ওরে চর মানসিংহ রায়ে । বেড়ি দি(উ)কৃ আপনার মনিবের পায়ে ॥ লইলাম তলওয়ার কহ গিয়া তারে। যমুনার জলে ধুব এই তলওয়ারে। (২) শুনি মানসিংহ সাজে করিতে সমর। রচিলা ভারতচন্দ্র রায় গুণাকর। ধুধু ধুধু ধূ নৌবত বাজে । ঘন ভোরঙ্গ ভম ভম দামামা দম দম ঝনন্ন ঝম ঝম বাজে। কত নিশান ফরফর নিনাদ ধরধর কামান গরগর গাজে । সব জুবান রজপুত পাঠান মজবুত কামান শরযুত সাজে৷ (১) বেড়ী গ্রহণ করিলে অধীনতা স্বীকার এবং তলোয়ার লইলে যুদ্ধের অভিপ্রায় ব্যক্ত হয়। (২) অর্থাৎ যমুনাতীরে আগ্ৰায় সম্রাটকে পরাজয় করিয়া সেইখানে রক্তরঞ্জিত অসি যমুনার জলে ধৌত করিব।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।