কৃষ্ণচন্দ্রীয় যুগ—ভারতচন্দ্র—১৭১২-১৭৬০ খ্রঃ । S846. ধরি অনেক প্রহরণ জরীর পহিরণ সিফাইগণ রণ-মাঝে। পরি করাইবশ্বতর পোষাক বহুতর সুশোভী শিরপর তাজে ৷ বসি আমারী ঘর পর আমীর বহুতর হুলায় (১) গজবর-রাজে। পুত্র যশোর চমকত নকীব শত শত হুসার ফুকরত কাযে । হয় গজের গরজন সেনার তরজন পয়েধি ভরছন লাজে । দ্বিজ ভারত কবিবর বনায় তঁহি পর প্রতাপ দিনকর সাজে ৷ যুঝে প্রতাপ-আদিত্য যুঝে প্রতাপ-আদিত্য। ভাবিয়া আসার ডাকে মার মার ংসার সব অনিত্য ॥ শিলাময়ী নামে ছিলা তার ধামে অভয়া যশোরেশ্বরী। পাপেতে ফিরিয়া বসিলা রুষিয়া তাহারে অকৃপা করি ॥ বুঝিয়া অহিত গুরু পুরোহিত মিলে মানসিংহ-রাজে। লস্কর লইয়া সত্বর হইয়া প্রতাপ-আদিত্য সাজে ॥ ধু ধু ধম্ ধম্ বা বা ঝম্াম্ দমামা দমৃদম্ বাজে। কামানের গোলা গাজে ॥ সিন্দুর-সুন্দর মণ্ডিত মুদ্রগর ষোড়শ হলকা হাতী । পতাকা নিশান রবি চন্দ্র বাণ অযুতেক ঘোড়া সাতি ॥ (১) লেলিয়া দেয়।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।