S8:58. গুণপন । বঙ্গ-সাহিত্য-পরিচয় । এ সব প্রসিদ্ধ আর নানা দেশে যাই । সমাদর পাই সব মহারাজ-ঠাই ॥ যে দেশে যা নাহি ঘটে দেই উপাদান। পাইয়া ভূপালগণে করয়ে সন্মান। গুণের পরীক্ষা করি করয়ে আদর। বসায়ে আদরে যেন দ্বিতীয় সোদর। নানা মতে চিনি দ্রব্য ন কৈলা জিজ্ঞাসা। দৃষ্টিমাত্র আজ্ঞা হৈল ফাটকেতে বাসা ॥ (১) করস্থ হইতে মাত্র চিনি নানা মণি । সে আকর চিনি যাতে জন্মে চিন্তামণি ॥ যে রত্বের মধ্যে তন্তুময় কীট থাকে। হাতে না করিয়া মহারাজ চিনি তাকে ॥ মাষা রক্তি যার যেবা নিয়ত ওজন । হাতে করি বলি দেই করি দঢ় পণ (২) ॥ কৃষ্ণ-তালু গজ-আদি অশ্ব নানামতে। নক্ষত্র-ললাট চিনি নাগিনী যাহাতে ॥ (৩) মা চিনিয়া যা রাখিলে রাজার সংসারে । লক্ষ্মীর প্রভাব বৎসরেতে নষ্ট করে। (৪) দেখি তলোওয়ার চিনি নানা দেশী বাট । তাহাতে কি করি বিধি করিলে বিভ্ৰাট। সমভাবে উঠি বসি জানি ৰাজনীত। সঙ্গেহ না রাখি লোক ভূত-ভবিষ্যৎ ॥ তাথে দৈব প্রতিবন্ধ আসি এ সহরে । শুনিল রাজার কীৰ্ত্তি লোকে গান করে ॥ হাওলিরায় ফিরি জামাতার সঙ্গে । আজি কালি রাজাকে ভেটিব মনোরঙ্গে ॥ (১) আমি নানারূপ দ্রব্য (বহুমূল্য প্রস্তরাদি) চিনি, তুমি সে সম্বন্ধে জিজ্ঞাসা করিলে না, দৃষ্টিমাত্রই ফাটকে পাঠাইয়া দিলে। (২) করি দঢ় পণ=মুল্য নিরূপণ করিয়া। (৩) কৃষ্ণ-তালু এবং নাগিনী-চিহ্নযুক্ত নক্ষত্র-ললাট অশ্ব ও গজ আমি চিনিতে পারি। (৪) যদি না জনিয়া অশুভ লক্ষণাক্রান্ত অশ্ব ও গজ রাখা হয়, তবে অচিরাৎ পুরী শ্ৰীহীন হইয়া পড়ে।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।