কৃষ্ণচন্দ্রীয় যুগ—জয়নারায়ণ সেন – জন্ম ১৮শ শতাব্দীর পূর্বাৰ্দ্ধ। ১৪৯৭ ত্রিলোকনাথের লীলা নায় চন্দ্রভান ছিল ডুবিলী নদীতে আচম্বিতে। কে জানে প্রভুর গুণ সকরুণ নিকরুণ জন্ম গেল ভাবিতে ভাবিতে। (১) (লীলা না বুঝিয়া) জামাতা ডুবিল দেখি সাধু ধনপতি। চন্দ্রভীনের জলমগ্ন হাহাকার করি কান্দে লোটাইয়া ক্ষিতি ॥ হওয়া । কপালেতে ঘন ঘন হানি করদ্বয়। - ঝাপ দিতে ক্ষণে ক্ষণে নদীতে ধাওয় ॥ তরণী ডুবিল তটে তরুণী দেখিয়া। অমনি মোহিল (২) দুহে ধরণী ধরিয়া ॥ বায়ু হতে কদলীর বৃক্ষ ভূমে যেন। জননী নন্দিনী ভূমে লোটাইছে তেন। উচ্চ রায় হায় হায় বীয়ে মাএ কয়। নিরাধীর পারাবার গলদ্ধার বয় ॥ পতি-শোক-সাগরেতে রমণীর মণি । মুনেত্রীর বিলাপ । ডুবিল জননী-গলে ধরিয়া অমনি ॥ চির-বিরহিণী চির-দুঃখিনী তাপিনী । চির-পিপাসিনী শুষ্ককণ্ঠী চাতকিনী ॥ চিরদিনে নীরদ-বিন্দুর আশা করি। উৰ্দ্ধমুখী ঘন পানে একমনে হেরি ॥ নব নব বারিদ করিয়া বিলোকনে । তৃপ্তি-হেতু চঞ্চু পসারিয়া ঘনে ঘনে ॥ পীয়ে পীয়ে রব করি পুলকিত মনে। পাখ-ছাট দিয়া নৃত্য করয়ে বিপিনে ॥ দারুণ পবনে আসি কৈল আশা হত। দুরে গেল চাতকীর যত মনোরথ । জলদ গুড়াইয়া দিগদিগন্তে ক্ষেপিল। তৃষিত চাতকীর মনোরথ না পুরিল ॥ আদর্শন হৈতে পুনঃ তাপ শতগুণ। না নিভিল বিরহিণীর মনের আগুন ॥ (১) তিনি করুণাময় কি নির্দয়—ইহা ভাবিতে ভাবিতে জন্ম গেল। (২) মূৰ্ছিত হইল। >b"b"
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।