Ꮌ8ᎼᎭ বঙ্গ-সাহিত্য-পরিচয় । অম্বুদ-বিচ্ছেদে যেন চাতকী-জীবন। তেমতি হইয়া বালা করিছে ক্ৰন্দন ॥ কপালেতে করাঘাত পুনঃ পুনঃ হানি। গলিত কুন্তলে কান্দে লোটাইয়া ধরণী ॥ বিরহ-বহ্নির কুণ্ড হৃদয়ে আছিল। পুনঃ বিচ্ছেদের ঘৃতে সিক্ত করি দিল ॥ বিচ্ছেদের স্বরূপ কেহো না পারে বর্ণিতে । কবি বলে যে ভূগিছে সে পারে কহিতে ॥ বিষম বিরহ-দুঃখে বিদরয়ে বুক । বাষ্পচক্ষু মুখ হেট অতিশয় শোক । শোকে কাতর বালা, জাল সহিবে কতেক। ক্ষণে শোকে ধাবিত পতিত ক্ষণে কম্পিত লম্বিত চিকুর যতেক ॥ ভুলি জীবন-অাশ, বাস নাহি সম্বরে বালা । বলে ধনী পুনঃ পুন: পতি-হীন তিল ক্ষণ বঞ্চন নাহি যায় জ্বালা ॥ জালা কুলবতী জানে, আনে (১) কহিয়া কি ফল। জনমি রমণী-কুলে ঘর-হীন বিধি কৈলে মজাইলে এ সব সকল ॥ পড়ি শোক-সাগরে না দেখিয়া নাগরে ফিরে যেন পাগলে ডাক ছাড়ি। ক্ষণে হইয়া মোহিত ধনপতি-দুহিতা জননী-সহিত ভূমে গড়ি ॥ হইয়া জীব-শেষ৷ বিগলিত-কেশ৷ লটপট-বেশী ভূমি ধরি। শোকে হৈয়া বিমনা যম-পুরে গমন মনে এই ভাবনা স্থির করি ॥ নাথ নাথ বলিয়া কান্দি পড়ে ঢলিয়া কোথা গেলে ছলিয়া নাথ মোরে । (১) আনে=অন্তকে ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।