কৃষ্ণচন্দ্রীয় যুগ—জয়নারায়ণ সেন–জন্ম ১৮শ শতাব্দীর পূর্বাৰ্দ্ধ। ১৪৯৯ উঠ ফিরি ভাসিয়া কথা কহ হাসিয়া মোর শোক নাশিয়া আইস ঘরে ॥ ভাবি কি করিব হরি পরে মরিব (১) সহিতে নারিব নারী হইয়া। মরণরে গণি না যমপুর চিনি না কার মুখে শুনি না তত্ত্ব লইয়া । এ দারুণ বিরহে তন্তু মোর না রহে প্রাণে আর না সহে শোক-জালা । ঝাপ দেই সলিলে হরি মোরে ছলিলে যাবে দুঃখ মরিলে মুগ্ধ বালা ॥ যায় প্রাণ দহিয় না পারি সহিয়া কি করি কহিয়া কণর কাছে । হরি দয়া করিয়া নিজ-গুণ স্মরিয়া যদি তোলে ধরিয়া প্রাণ বঁাচে ॥ কহিব কারে আর কে লবে মোর ভার ভবে কে করে পার তুমি বিনে। পতি ডোবে জলেতে কোন কৰ্ম্ম-ফলেতে ফেলএ (২) ছলেতে মার দীনে ॥ শশধর-বদনে জল বহে রোদনে না দেখিয়া মদনে যেন রতি। সুতরুণ কপোলে পয়োধর বিপুলে ধোয়ে আখি-সলিলে কুলবতী ॥ ঢাকিছে চিকুরে বদন-মুকুরে চাদে কি চকোরে ছন্ন কৈল । হেমময় তন্মতে ধূসরিত রেণুতে যেন নব ভালুতে মেঘ পেল ॥ মদন-মুকুম্ভে কনক-নিতম্বে পুরি দন্তে দৈন্ত পাইল। বহু দুঃখ জড়িতে বিধাতার ছড়িতে (৩) ভূমিতে গড়িতে ভঙ্গ হৈল। (১) হরির উপর আত্মহত্যার দায় দিব। (২) ফেলএ=ফেলিয়া । (৩) যুষ্ঠির আঘাতে।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।