No SS. o বঙ্গ-সাহিত্য-পরিচয় । অভিসার-মিলন । অবহু রাজপথে পুরজন জাগি। চাদ-কিরণ জগমণ্ডল লাগি ॥ রহিতে সোয়াথ নাহি নেীতুন লেহ। (১) হেরি হেরি সুন্দরী পড়ল সন্দেহ ॥ কামিনী কয়ল (২) কতহু পরকার। পুরুষক-বেশে করল অভিসার । ধৰ্ম্মিল (৩) লোল (৪) বুট করি বন্ধ (৫)। পহিরল বসন আন করি ছন্দ ॥ (৬) অম্বরে দেহ নহি সম্বরু ভেল। বাজন-যন্ত্র হৃদয়ে করি নেল। (৭) ঐছনে মিলল কুঞ্জক-মাঝ । হেরি না চিহ্নয়ি নাগর-রাজ ॥ (৮) হেরইতে মাধব পড়লহি ধন্ধ। পরশিতে ভাঙ্গল হৃদয়ক-দ্বন্দ্ব ॥ (৯) বিদ্যাপতি কহ তব কিয়ে ভেলি। উপজল কত কত মনমথ-কেলি ৷ প্রেম-বৈচিত্র্য । কি কহব এ সখি আজুক বাত। মাণিক পড়ল কুবণিক-হাত ॥ (১০) কাচ কাঞ্চন ন জানয় মূল । গুঞ্জা রতন করয় সমতুল ॥ (১১) (১) নূতন প্রেমে ঘরে থাকিতে সোয়াস্তি নাই। (২) করিল। (৩) কেশ । (৪) আলুলায়িত। (৫) ঝুটা করিয়া বান্ধিল। (৬) অন্ত ছন্দে, অর্থাৎ পুরুষের মত করিয়া বস্ত্র পরিল। (৭) বস্ত্রে দেহ ভাল আবৃত হইল না, সুতরাং একটা বাদ্যযন্ত্র । বক্ষের উপর তুলিয়া লইল । (৮) নাগর-রাজ দেখিয়া চিনিতে পারিলেন না । (৯) স্পর্শকরা মাত্র সংশয় ঘুচিল। (১০) অজ্ঞ বণিকের হস্তে মাণিক পড়ার মতন হইল। (১১) কচ এবং কাঞ্চনের মূল্যের তারতম্য জানে না ; গুঞ্জাফল এবং রত্বের তুল্য দর দেয়।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।