কৃষ্ণচন্দ্রীয় যুগ—জয়নারায়ণ সেন–জন্ম ১৮শ শতাব্দীর পূর্বাৰ্দ্ধ । ১৫০৭ বিচিত্র ব্যঞ্জন কত স্বর্ণ-পাণদান । লাল সেপায়াতে পালঙ্গের বিদ্যমান ॥ রজত-দণ্ডেতে জবকসিব (?) মশারি। যন্ত্ৰ-নিকটেতে ধরা মৃদঙ্গ ঝাঝরি ॥ স্থনেত্রা জড়াও-আভরণেতে জড়িত। পালঙ্গ-লামাতে (১) বসি শুনে সখী-গীত ॥ কাফুরী (২) তাম্বুল-বিড়ী (৩) কাফুর-মিশাল । ধীরে ধীরে দেয় মুখে রসেতে রসাল। ঘন লুষ্ঠিত অঞ্চল মৃদু হাস তায়। চমকে পুলকে বালা মলয়জ বায় ॥ নায়িকা-বাসর-সজ্জা ধীরে বলে এই ৷ পতি আইলে স্বাধীন-ভৰ্ত্তক হবে সেই ॥ ভাবিত যোষিৎ অতি পথ নিরখিয়া । বিলম্বে বিন্ধিছে শর শর-সন্ধানিয়া (৪) ॥ শূন্ত ঘরে রসবতী হেরিয়া আকাশ। আচম্বিত অবিলম্বে চন্দ্রের প্রকাশ ৷ হেরিয়া নলিনী আগে হইল অধোমুখী । দিনকর বলিয়া প্রবোধ করে সখী ॥ (৫) দঢ় চন্দ্র নহে কেন অধো সরোজিনি। (৬) দিনকর বলি মুখ তোল লো পদ্মিনি ॥ কে গণে সর্থীর বাক্য হর্ষ-ধারা বয়। পতি সম্বোধিয়া কত বোলেতো (৭) তোষয় ॥ নানা দুঃখ ভাবি মনে মানিনী মলিন। পতি বোলে মধ্যক্ষীণ মান কর ক্ষীণ ॥ (৮) (১) নিম্নে। (২) কাফুরী=কপূৱযুক্ত। (৩) পাণের খালি । (৪) শর-সন্ধানিয়া=শর-সন্ধানকারী=কামদেব। (৫) সখীরা বলিল—এ চন্দ্র নহে, দিবাকর। (৬) দঢ় =নিশ্চয়। নিশ্চয়ই এ চন্দ্র নহে,—হে পদ্মিনি কেন অধোমুখী রহিলে ? (৭) বাক্যেতে । (৮) পতি বলিতেছেন—হে ক্ষীণমধ্য, মান ক্ষান্ত (ক্ষীণ) কর।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।