পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণচন্দ্রীয় যুগ—জয়নারায়ণ সেন–জন্ম ১৮শ শতাব্দীর পূর্বাৰ্দ্ধ। ১৫০৯ আঁচলে ধরিয়া টানিছে নাগর টানিয়া ছাড়ায় নারী। মান-ভঙ্গ করি সমুখে আনিল নাগর নিকটে ধরি ॥ সোণার নাগরী নাগর-দ্বন্দ্ব হেরি করিলেক রঙ্গ । স্বত্ব-ত্যাগেতে করিলেক দান আপনার বর-অঙ্গ ॥ কাণে মুখ রাখি কহিছে নাগর হইল নাকি মান-ভঙ্গ। অবসর কর করিতে বিচার এ কালে তোমার সঙ্গ ॥ উত্তর কি দিব তোমার বচনে ধর পর ফুল-মাল। নারীর হৃদয় স্বভাব-কুটিল স্মরিতে যেমন ব্যাল ॥ কালিন্দী যেমন মলিন তেমন তেমন নারীর মন । অঙ্গারের প্রায় কালিমা না যায় সভয়েত যদি হন ৷ যে হউক সকলি পারিব কহিতে আগে মন দেয়া হয়। ধৰ্ম্মশাস্ত্র এই দিলা মান-দান দক্ষিণ না দিলে নয় ॥ কান্ত বলে কিবা করিয়াছি দান তার বা দক্ষিণ কি। নারায়ণে কয় না দিলে না হয় শুন আমি বল্য দি ॥ 臺 臺 臺 臺 臺 নাগর-তরেতে কহিছে নাগরী আমি দুঃখে কাটি কাল। সখী-সঙ্গে । চাতুরী বাণিজ্য করিতে গেছিল বেপার হয়্যাছে ভাল। নানা দেশে নানা কূটালী শিখিয়া বাড়াইছ বড় ঠাট। কোন অধ্যাপকে বিরলে পাইয়া পড়াইল এত পাঠ । নারায়ণ রচে হুইল দৃঢ় যে বাক্য-জাল ছিল যার। মদন আসিয়া যাচিয়া লইল দুজনার ফেরফার ॥ রসময় রস-রুচির রসিক পতি ৫ বচন্থ রুচির । কাপই থরথর অধর-অমিয়া-ধর জর-জর হিয়া ধীরাধীর ॥ গলিত ললিত ঘন হুকুল নিরাকুল ব্যাকুল মঙ্গল-রসপানে। পঞ্চফুল-শর হর্ষে মনসিজ নিজ-করে হানে ॥ শিহরি শিহরি পুনঃ পুনঃ বহু বিলোকন দয়িত-বদন অভিলাষে। হেরই হিমকর কুমুদিনী ঢর চর চির-সঞ্চিত শোক নাশে ॥ তাল ধরি গায় কেহ কেহ মৃদু হাস। কোন সর্থী নিশি-শেষে আলাপে বিভাস ॥ শুনি ধনী মনে গণে বন্ধু-সঙ্গ-ভঙ্গ । কুমুদিনী দুরে গেলে সুধাকর-রঙ্গ ॥