>Q>8 মহাজনগণ । দশনামী সন্ন্যাসী । দণ্ডী । বঙ্গ-সাহিত্য-পরিচয় । যার সঙ্গে যাহার আক্রোশ রোষ থাকে। অনায়াসে নির্ঘাত আঘাত করে তাকে ॥ এই মতে প্রতিমাস প্রায় হয় দ্বন্দ্ব। ক্ষত মাত্রে গড়াগড়ি যায় কত কন্ধ ॥ মহাজন লোক মাত্র অস্ত্র নাহি ধরে। নিজ নিজ ব্যবসা করিয়া সদা ফিরে ॥ কেহ হুণ্ডী দেয় কেহ বা জৌহুরী। কেহ সোণা রূপ বেচে কেহ মনোহারী ॥ কার টাকা-কড়িতে বণিক্ কারবার। এই মত সৰ্ব্ব মহাজনের ব্যাপার ॥ দশনামী (১) সন্ন্যাসীর কত শত মঠ। বাহে উদাসীন মাত্র গৃহী অন্তঃপট ॥ সদাগরী মহাজনী ব্যবসা সভার । এক এক জনার বাটী পৰ্ব্বত-আকার ॥ সোণার কদম্বফুল-সহিত জিঞ্জির (২) । কার কর্ণে শোভ করে যেমত মিহির । মণি-সহ স্বর্ণ-গুলফ কার কার গলে। প্রবাল-কনক-মালা কার গলে দোলে ॥ কার করে সোণার রূপার তাড় বালা । এ সব ভূষণ ধরে যেই প্রিয় চেলা ॥ বসন গেরুয়া রঙ্গ সবে অস্ত্রধারী। তুরঙ্গম-রঙ্গে কেহ করে আসোয়ারী (৩) ৷ পরে কিছু কহিব দণ্ডীর বিবরণ। অনেক স্বধৰ্ম্ম-কৰ্ম্ম করেন পালন ॥ (১) দশনামী =নিগুৰ্ণ উপাসক সন্ন্যাসী। ইহার কেীপীন ধারণ মৃত্যু হইলে ইহাদের শব হয় নদীতে নিক্ষেপ করা হয়, নতুবা প্রস্তর-পেটিকার মধ্যে রক্ষা করিয়া মৃত্তিক-নিম্নে প্রোথিত করা হয়—কিন্তু কখনও দাহ করা হয় না। (২) জিঞ্জির =শ্বঙ্গল। (৩) আসোয়ারি = অশ্বারোহী সৈনিকের কার্য্য ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।