১৫১৬ রাণী ভবানীর কীৰ্ত্তি । বঙ্গ-সাহিত্য-পরিচয় । সৰ্ব্বত্র ভূষণ যত কনকে রচিত। শু্যামা-অঙ্গে শোভা করে রতনে খচিত ॥ মধ্যে মধ্যে শিবলিঙ্গ অপূৰ্ব্ব পাষাণে। নদিয়ার কারিগর করিল নিৰ্ম্মাণে ॥ ঘড়ি-খানা নবৎ-খানা পথের উপর। রসাল ছন্দুভি (১) সানী (২) বাজিছে সুন্দর ৷ ছত্রবাটী (৩) গত দ্বিধা দুর্গোৎসব হয়। এ সৰ্ব্ব যোগানে আর বাটী পাঁচ ছয় ॥ কোন খানে ভাণ্ডার রন্ধন কোন খানে । কোন থানে ভোগসজ্জা করেন গোপনে ॥ কোন খানে ভোজন করেন দণ্ডিগণ। কোন খানে অতিথি সেবন অগণন ॥ কি কহিব রাণীর (৪) মহিমা অনুপাম । কাশীক্ষেত্রে খ্যাত অন্নপূর্ণ যার নাম ॥ আর এক কীৰ্ত্তি দেখি দুর্গার মন্দির। এক শত এক চুড়া গণনাতে স্থির। পাষাণের খোদগারী কি কহিব সীমা। পঞ্চাশ হাজার ব্যয় যাহার গরিমা ॥ এক মাত্র বিধি-ক্রটি মনোমধ্যে জাগে। নহিল ভবন পূর্ণ নাটঘর আগে। এই মত কত কীৰ্ত্তি কাশী-প্রকাশিত। আরাম তড়াগ হ্রদ পাষাণে নিৰ্ম্মিত ॥ কত স্থানে শিবলিঙ্গ হইল স্থাপন। বিশেষি লিখিলে হয় বিস্তার-কারণ ॥ ইদানীং অহল্যাবাই হইল প্রচার। বিশ্বেশ্বর-বাট করে অপূৰ্ব্ব ব্যাপার। আপাদমস্তক সৰ্ব্ব পাষাণ-নিৰ্ম্মিত । দুই মঠ-মধ্যে নাট-মন্দির শোভিত ॥ (১) দুন্দুভি=নাগরা । (২) সানী =সানাই। (৩) ছত্রবাটী=যেখানে অন্ন বিতরিত হয়। (৪) রাণী=রাণী ভবানী।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।