কৃষ্ণচন্দ্রীয় যুগ—কাশী-বর্ণনা—১৮০০ খৃষ্টাব্দ। >Q>° পশ্চিম মন্দিরে রাজে দণ্ডপাণীশ্বর। পূৰ্ব্বদিকে বিরাজিত স্বয়ং লিঙ্গবর ॥ অগ্নিকোণে অবিমুক্তেশ্বর-লিঙ্গরাজে। নৈঋ তেতে শ্ৰীমাধব লক্ষ্মী-সহ সাজে। বায়ুকোণে কনকের পাৰ্ব্বতী-প্রতিমা । ঈশকোণে (১) আনন্দভৈরবের গরিমা ॥ পাষাণের খোদগরী অতি পরিপাটী ৷ ফুল ফল লতা পাতা কত কোটি কোটি ॥ মৰ্ম্মরের বিশাল বৃষ বিরাজে দক্ষিণে । নবৎ-খানা ঘড়ি-খানা বাজে পরিমাণে ॥ সুচিত্র বিচিত্র বাটী দক্ষিণ-জুয়ার। সমস্ত অঙ্গন পথ পাষাণে প্রচার ॥ কনক-কলস শোভে মন্দির-উপর। তিন লক্ষ ব্যয়ে যেই মহিল কাতর। পরে মণিকণিকার ঘাটের উপর। অপূৰ্ব্ব নিৰ্ম্মিত দুই মন্দির সুন্দর। নবৎ-থানা ঘড়ি-খানা তথা সদা বাজে । ব্ৰহ্মপুত্ৰী ছত্র ঘাট সেতু কত রাজে। তদনন্তর লিখিব শ্ৰীঅন্নপূর্ণ-বাটী। বিষ্ণুমহাদেবের অন্নপূর্ণএকমুখে কি কহিব তার পরিপাটী ॥ বাটী ৷ বিষ্ণুমহাদেব নামে মহারাষ্ট্র জাতি। এ বাটী নিৰ্ম্মাণ করে সেই মহামতি ॥ উদয়ুখ বাট সৰ্ব্ব পাষাণে নিৰ্ম্মাণ। অতিশয় পরিসর ত্রিদিকে উঠান ॥ পূৰ্ব্বে শ্ৰীমন্দির নাট-মন্দির পশ্চিমে। আর মূৰ্ত্তি যে যে স্থানে তাহ কহি ক্রমে। বায়ুকোণে বিরাজিত পরশুরামেশ্বর। ঈশকোণে সপ্তাশ্ববাহন দিনকর ॥ (২) অগ্নিকোণে শোভ করে গণেশের মূৰ্ত্তি। নৈঋতে কুবেরেশ্বর কুবেরের কীৰ্ত্তি ॥ (১) ঈশকোণে-ঈশান কোণে । (২) স্বৰ্য্যের প্রস্তর-বিগ্রহ-মাত্রেরই নীচে সপ্তাশ্ব দৃষ্ট হয়।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।