>Q>b" বৈষ্ণব-সেবা । বিভিন্ন ধৰ্ম্ম-সম্প্রদায় । বঙ্গ-সাহিত্য-পরিচয় । পশ্চিমে শ্রীরামচন্দ্র ইদানীং শোভিত। বিষ্ণুমহাদেব কৰ্ম্মকৰ্ত্তার স্থাপিত ॥ চারিদিকে সুদীর্ঘ দালান চারি তথা । শত শত ব্রাহ্মণ-ভোজন-স্থান যথা ॥ সুচিত্র বিচিত্র বাটী অতি মনোহর । পাষাণের খোদগারী লিখিতে বিস্তর। চুড়ার উপরে শোভে কনক-কলস। দুই লক্ষ-নুন নহে ব্যয়ের পৌরুষ (১)। ইতঃপর লিখিব বৈষ্ণব-সেবা-কথা। অনেক আখেড়া-ধারী আছেন সৰ্ব্বথা ॥ তার মধ্যে গোপাললালের সিদ্ধ বাটী। লক্ষমুদ্রা যাহার সেবার পরিপাটী। সতত বৈষ্ণবগণ গান-বাদ্যে রত। মৃদঙ্গ তন্তুরা বীণা আদি যন্ত্র কত ॥ কেহ নাচে কেহ গায় কেহ বা বাজায়। এই মত কত বা আগত কত যায়। বৃন্দাবনে গোবিন্দের বাকি দরশন (২) । যেমত তেমত হেরি ক্ষণেক শোভন।। অন্যত্র অনেক আছে বৈষ্ণবের সেবা । প্রত্যেক বণিতে পারে আছে শক্ত কেবা। রামানন্দী (৩) শুামানন্দী নিমানন্দী (৪) কত । নানক কবীরপন্থী অঘোর-সন্মত (৫)। ফকীর মুখরাসাহী (৬) বৌদ্ধ যতিগণ। গৌড়ীয়া বৈরাগী কত কে করে গণন ॥ (১) ব্যয়ের পৌরুষ=ব্যয়ের গৌরব। (২) বিগ্রহের আবরণ মূহুমুহু উন্মোচন ও পুনঃ নিক্ষেপের অবসরে আভাসে যে দর্শন লাভ হয় তাহাকে ‘বাকি দরশন’ বলে। (৩) রামানন্দী =রামানন্দী সম্প্রদায়। বৈষ্ণব রামানুজের শিষ্যপরম্পরার মধ্যে রামানন্দ ৪র্থ স্থানীয়,—কাহারও কাহারও মতে ৫ম স্থানীয়। - (৪) নিমানন্দী = নিম্বাদিত্যের শিষ্য-সম্প্রদায়। (৫) অঘোর-সন্মত = অঘোরপন্থী। (৬) দশনামী সন্ন্যাসী ব্রহ্মগিরির শিষ্য মুখরাসাহ-প্রবৰ্ত্তিত দল। ইহাদের মধ্যে থেচরী মুদ্রাধারণ, থপরে ধুপ প্রজ্জালন প্রভৃতি ব্যবহার দৃষ্ট হয়।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।