প্রাচীন সঙ্গীত—রামপ্রসাদ–১৭১৮-১৮০৪ খ্রঃ । কে রে নীলকান্ত মণি নিতান্ত নখর-নিকর তিমির নাশে । কে রে রূপের ছটায় তড়িত ঘটায় ঘন ঘোর রবে উঠে আকাশে ॥ দিতি-সুতচয় সবার হৃদয় থর থর থর কাপে হুতাশে । মাগো কোপ কর দূর চল নিজ-পুর নিবেদে শ্রীরামপ্রসাদ দাসে ॥ এলো চিকুর-ভার এ বাম কার মার মার রবে ধায় । রূপে আলো করে ক্ষিতি গজ-পতি-রূপ গতি রতি-পতি-মতি মোহ পায় ॥ অপযশকুলে কালী কুল নাশ করে কালী নিশুম্ভ নিপাতি কালী সব সেরে যায়। (১) সকল সেরে যায় একি ঠেকিলাম দায় এ জন্মের মত বিদায় ॥ কাল বলে এত কাল এড়ালাম যে জঞ্জাল সেই কাল চরণে লুটায়। (২) টেনে ফেল রম্ভাফল গঙ্গাজল বিল্বদল শিব-পূজার এই ফল অশিব ঘটায়। অশিব ঘটায় এই দনুজ কটায় কি কুরব রটায়। ভব দৈব রূপ শব মুখে নাহি মাত্র রব কার ভরসায় রব হায় ॥ চিনিলাম ব্ৰহ্মময়ী হই বা ন হই জয়ী নিতান্ত করুণাময়ী স্থান দিবে পায়। স্থান দিবে পায় নিতান্ত মন তায় এ জন্ম-কৰ্ম্ম সায় ॥ (১) নিশুম্ভকে বধ করিয়া কালীর সমস্ত কলঙ্ক ঘুচিয়া গিয়াছে। (২) ভাল বুঝিতে পারা গেল না। মহাকালকে ( শিবকে ) আরাধনা করিয়া এত কাল যে বিপদ হইতে উত্তীর্ণ হইলাম (?)। >(S్చలి
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।