পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>e S3 বঙ্গ-সাহিত্য-পরিচয় । নুপুর কুন্তু কুন্তু আওল কান। কৌতুকে মুদি হম রহুল নয়ান ॥ আওল কাহ্ন, বৈসল মধু-পাশ। পাশ মোড়ি হম লুকায়ল হাস। (১) কুন্তল-কুসুম-দাম হরি (২) লেল। বরিহা মাল পুনহি মোহি দেল। (৩) নাসা মোতিম গীমক (৪) হার। - যতনে উতরল কত পরকার ॥ কধুক ফুগইতে (৫) পহু ভেল ভোর। জাগল মনমথ বান্ধল চোর ॥ (৬) ভণই বিদ্যাপতি এহু রস ভান। তুহু রসিক পহু (৭) রসিক স্বজান ॥ (৮) মান । যাক দরশ বিনু ঝরয় নয়ান । অব নহি হেরসি তাক বয়ান ॥ (৯) সুন্দরি তেজহ দারুণ মান। সাধিয় চরণে রসিকবর কান (১০) ॥ ভাগে (১১) মিলয় ইহ শুাম রসবন্ত । ভাগে মিলয় ইহ সময় বসন্ত। (১) আমি পার্শ্ব-পরিবর্তন করিয়া হাস্ত লুক্কায়িত করিলাম। (২) হরণ করিয়া । (৩) আমার মাথার কুসুম-দাম লইয়া তৎপরিবর্তে উৎকৃষ্ট পুষ্প-মাল্য প্রদান করিল। বরিহা = চমৎকার। চলিত কথায় ‘বেড়ে’ বলে। নগেন্দ্র বাবু বরিহা শব্দের অর্থ ‘বহ? অর্থাৎ শিখি-পুচ্ছ করিয়াছেন। কিন্তু রাধা যে ময়ূরের পুচ্ছ পরিতেন তাহা কোন শাস্ত্রে আছে জানাইলে ভাল হইত। (৪) গীমক = গ্রীবার। (৫) কাচুলি খুলিতে। (৬) মন্মথ জাগ্রত হইল এবং আমি চোরকে বাহু-পাশে বাধিলাম। (৭) প্রভু । (৮) তুমি রসিক এবং প্রভু সুজন-রসিক । (৯) যাহার দর্শন বিন চক্ষু অশ্রুপূর্ণ হয়, এখন চক্ষু মেলিয়া তাহার মুখ দেখিতেছ না। (১০) কানু । (১১) ভাগ্য-বলে ।