S(t:Jు বঙ্গ-সাহিত্য-পরিচয় । প্রচণ্ড প্রতাপরাশি মৃত্যুরূপিণী ঐ কামরিপু (১) পদে এ কেমন কামিনী । লজেঘ গগন ধরণীধর সাগর ঐ যুবতী চকিতে নয়ন-পলকে। ভীম ভবার্ণব তারণ-হেতু ঐ যুগল চরণ তব করিয়াছি সেতু কলয়তি কবি রামপ্রসাদ কবিরঞ্জন কুরু কৃপালেশং জননি কালিকে। ( t ) হুঙ্কারে সংগ্রামে ও কে বিরাজে বামা । কামরিপু-মোহিনী ওকে বিরাজে বাম ॥ তপন দহন শশী ত্রিনয়নী ও রূপসী কুবলয়-দল-তনু শুশমা । বিবসনা এ তরুণী, কেশ পড়িছে ধরণী সমর-নিপুণ গুণধাম ॥ কহিছে প্রসাদ সার, তারিণী সঙ্গে যার যমজয়ী বাজাইয়া দাম ॥ ( ७ ) কামিনী যামিনীবরণে রণে এল কে । উলঙ্গ এলোকেশী বামকরে ধরে অসি উল্লসিত দানব-নিধনে ৷ পদ-ভরে বসুমতী সভাত কম্পিতা অতি তাই দেখে পশুপতি পতিত চরণে রণে। দ্বিজ রামপ্রসাদে কয় তবে আর কিরে ভয় অনায়াসে যম জয় জীবনে মরণে রণে ॥ ( , ) এলোকেশে কে শবে এলো রে বামা । নথর-নিকর হিমকর-বর-রঞ্জিত ঘন-তনু মুখ হিম-ধাম (২) ॥ নব নব সঙ্গিনী নব রস-রঙ্গিণী - হাসত ভাষত নাচত বামা । (১) কামরিপু=শিব। (২) হিম-ধাম = চন্দ্র।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।