পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন সঙ্গীত–রামনিধি গুপ্ত—১৭৩৮-১৮২৫ খৃঃ । (రిసి ওরে শিবের ভাবে ভাব না কেন শুামা মায়ের চরণ দুটি । ওরে ভাই বন্ধু দারা স্থত পীড়ি পেতে দেয় দুধের বাটী। জনক রাজা ঋষি ছিল কিছুতে ছিল না ক্রটি। শেষে এদিক ওদিক দুদিক রেখে থেতে পেত দুধের বাট ৷ মহামায়ায় বিশ্ব ছাওয়া ভাৰ্ছ মায়ার বেড়ি কাটি। তবে অভেদ জেন শু্যামের পদ শু্যামা মায়ের চরণ দুটি ৷ নিধুবাবুর গান। নিধুবাবু বা রামনিধি গুপ্তের বিবরণ মৎকৃত History of the Bengali Language and Literature og FR ats–aev পৃষ্ঠায় দ্রষ্টব্য। ( , ) এমন পীরিতি প্রাণ জানিলে কি করে। সুখ-আশে ভাসে সদা দুঃখের সাগরে ॥ সতত চাতুরী করি জালাবে আমারে। তবে কি যতনে প্রাণ সঁপি হে তোমারে ॥ বিরহ-জালায় মন করি ত্যজিবারে। (১) ছাড়িলে না ছাড়া যায় কি হল আমারে ॥ ( & ) কাজল নয়নে আর দিও না কখন : শরে কেবা নাহি মরে বিষযোগ তাহে কেন ॥ তোমার কটাক্ষে কেহ না বাচিত প্রাণ। বাচিবার এক হেতু আছে তাহে শুন । সুধা হলাহল সুরা নয়নের তিন গুণ ॥ (১) বিরহ-জালায় প্রেম ত্যাগ করিবার মনন করি।