পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৪০
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

(৩)

যে গুণে ভুলালে অবলা সরলে
সে কি গুণ গুণমণি৷
আমার কি আছে গুণ বুঝিব তোমার গুণ
নিজ গুণে বল শুনি॥
শয়নে স্বপনে আর অদর্শনে নিরন্তর
মননে দেখি তোমায় ভুলি আমি আপনারে
চাক্ষুষে সুখে তেমনি॥

(৪)

চল যাই লো সখি যেখানে মন-হরণ।
চিত না ধৈরয ধরে নয়ন রোদন করে
কাতর অতি পরাণ॥
লোকের গঞ্জনা-ভয় করিলে কি প্রাণ রয়
বুঝনা এখন।
অতএব ত্বরান্বিত হইতে হয় উচিত
বিলম্বের নাহি গুণ॥

(৫)

অনেক যতনে তোমারে পেয়েছি।
বিরহ-অনলে আমি সদা জ্বলেছি॥
জনরব-বিষধর[১] খাইয়াছে নিরন্তর।
মিলন-অমিয় পানে এবে বেঁচে আছি॥

(৬)

গুণের সাগর হে তুমি গুণনিধি।
তোমার যতেক গুণ কহিতে আমি নির্গুণ
জানে কি বিধি।
কি কব তোমার গুণ যে গুণে মোহিত মন
মোর নিরবধি।
তব গুণে যত সুখ কুলের কপালে ধিক্‌
করেছে বিধি॥

  1. বিষধর তুল্য লোক-অপবাদ।