প্রাচীন সঙ্গীত–রামনিধি গুপ্ত—১৭৩৮-১৮২৫ খ্রঃ । (8(t ( २8 ) আমার কি হলো সই ওলো ধর ধর । বিরহ-বাতাসে সঘনে হতাশে অঙ্গ কাপে থর থর ॥ পীরিতে বিমল সুখ, বিচ্ছেদে তেমতি দুঃখ, সুখ আশ করি এখন যে মরি তনু হলো জরজর ॥ ( २¢ ) তারে ভুলিব কেমনে। প্রাণ সঁপিয়াছি যারে আপন জেনে ॥ আর কি সে রূপ ভুলি প্রেম-তুলি করে তুলি হৃদয়ে রেখেছি লিখে অতি যতনে ॥ সবাই বলে আমারে সে ভুলেছে ভুল তারে সে দিনে ভুলিব তারে যে দিনে লবে শমনে ॥ ( २७ ) সে কি আমার অযতনের ধন। মন প্রাণ সুশীতল করে যেই জন ॥ তবে যে অপ্রিয় বলি যখন জালাতে জ্বলি নতুবা তার সকলি প্রেমেরি কারণ ॥ (১) ( २१ ) সে কেন রে করে অপ্রণয় ও তার উচিত নয়। জানি আমি তার সনে কভু ত বিচ্ছেদ নয় ॥ কখন কি বলেছি মানে, আজ কি তা আছে মনে, তা বলে কি মানে মানে অভিমানে রইতে হয়। সখি গে৷ আমার হয়ে, বল তারে বুঝাইয়ে, পীরিতি করিতে গেলে সুখ দুঃখ সব সয় ॥ দিনান্তে প্রাণান্ত হ’ত, একবার যদি দেখা দিত, তবে কেন অবিরত হৃদয়-মাঝে উদয় হয়। (১) তাহার সম্পৰ্কীয় সমস্ত বিষয়ই আমার প্রেমোদ্রেকের হেতু। సి 8
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।