এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবির গান।
রঘু মুচির গান।
রঘুনাথ দাস জাতিতে মুচি ছিল। তাহার নিবাস গঙ্গার পশ্চিম পারস্থিত, কলিকাতার নিকটবর্ত্তী সাল্কে গ্রাম। রঘু সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে জীবিত ছিল।
মহড়া।
কদম্বতলে কে গো বংশী বাজায়।
এতদিন আসি যমুনা-জলে
আমি এমন মোহন মূরতি কখন
দেখিনি এসে হেথায়॥
চিতেন।
অঙ্গ অগুরু-চন্দন-চর্চ্চিত বনমালা গলায়।
গুঞ্জ-বকুলের মালে বাঁধিয়াছে চূড়া
ভ্রমরা গুঞ্জরে তায়॥
অন্তরা।
সই সজল নব জলদ-বরণ ধরি নটবর-বেশ।
চরণ-উপরে থুয়েছে চরণ এই কি রসিক-শেষ[১]॥
চিতেন।
চন্দ্র চমকে চলিতে চরণ-
নখরের ছটায় আমার হেন লয় মন।
জীবন যৌবন সঁপিব ও রাঙ্গা পায়॥
অন্তরা।
হায় অনুপম রূপমাধুরী সখি
হেরিলাম কি ক্ষণে।
প্রাণ নিলে হরে ঈষৎ হেসে বঙ্কিম নয়নে॥
- ↑ রসিক-শেষ = রসিক-শ্রেষ্ঠ।