প্রাচীন সঙ্গীত-কবির গান–রঘু ও রাস্থ–১৭শ শতাব্দী। &8సి চিতেন। মন্দ মধুর মুচকি হাসি চপলা চমকায়। কুলবতীর কুল শীল গেল গেল মন মজিল হেরে উহায় ॥ অন্তরা । সই অলকা-আবৃত বদন তাহে মৃগমদ-তিলক । মনোহর সাজ নাসাগ্রেতে গজ-মুকুতার ঝলক । পরচিতেন । বিম্ব-অধরে অর্পে বেণু সে রবে ধেনু চরায়। কিবে সুন্দর সুঠাম ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে ভুবন ভুলায় ॥ অন্তরা । সই বেষ্টিত ব্রজবালক-সবে কি শোভা আ মরি হয়। গগনেতে তারাগণ-মাঝে চাদ যেন শোভা পায় ॥ পরচিতেন । সই কেন বা আপন খেয়ে আইলাম যমুনায়। হেরে পালটিতে আখি নাহি পারি সখি রঘু কহে এ কি দায় ॥ রাস্থ নৃসিংহের গান। রামু নৃসিংহ চন্দন নগরের নিকটবৰ্ত্তী গোন্দলপাড়া গ্রামে জন্মগ্রহণ করিয়াছিলেন। রাম, গোজলা গুই ও কেষ্ট মুচি ইহারা সকলেই রঘুদাসের সামসময়িক। - ( , ) সথি এ সকল প্রেম প্রেম নয়। ইহাতে মজিয়ে নাহি সুখের উদয় ॥ সুহৃদ-ভঞ্জন, লোক-গঞ্জন, কলঙ্ক-ভাজন হতে হয় ॥ এমন পীরিত করি যাতে তরি দুদিক, ঐহিক আর পারত্রিক, to
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।