x(to বঙ্গ-সাহিত্য-পরিচয় । শ্ৰীনন্দ-নন্দন দুঃখ-ভঞ্জন সদা রাখি মন তারি পায়। অমিয় তেজে গরলে মজে উপজে কি সুখ, কলঙ্ক-ঘোষণা জগতে মরণ হ’তে অধিক, হৃদয়-মন্দির-মাঝে রসরাজে বসায়ে, দেখিব আখি মুদিয়ে, বিকায়ে সে পদে বাধিব হৃদে কলঙ্ক-বিচ্ছেদে নাহি ভয় ॥ মনরে করে চাতক পার্থী রাখিব বিশেষে, জলং দেহি জলং দেহি ডাকিব প্রেমের প্রয়াসে । ধ্বজ-বজাঙ্কুশ-যুত সে পাদ-পদ্ম হতে, জাহ্নবী হলেন যাহাতে, সেই কৃপা-জলে মন ডুবালে কালেরে করিব পরাজয় ॥ কমলজ-জন (১)-সেবিত ধন অরুণ-চরণ, মনের তিমির বিনাশে পাইলে কিরণ, হৃদে আছে শতদল সে কমল ফুটিবে, প্রেম-পীযুষ ঘটবে, মন মধুব্রত হয়ে যেন রত সেই নামামৃত-সুধা খায়। অমিয় আর গরল দুই রাখিয়ে সাক্ষাতে, নয়ন দিয়েছেন বিধাতা দেখিয়ে ভখিতে (২), তেজিয়ে এ সুধারস কেন বিষ ভখিব, কলুষ-কুপে ডুবিব, থাকিতে নয়ন অন্ধ যেই জন পেয়ে প্রেমধন সে হারায় ৷ ( २ ) কহ সখি কিছু প্রেমেরি কথা। ঘুচাও আমার মনের ব্যথা ॥ করিলে শ্রবণ, হয় দিব্যজ্ঞান, হেন প্রেমধন উপজে কোথা ॥ (১) বিষ্ণুর নাভিপদ্ম হইতে ব্ৰহ্মার উদ্ভব। (২) দেখিয়া ভথিতে= পরীক্ষা পূৰ্ব্বক আহার করিতে।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।