পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—বিদ্যাপতি—১৪-১৫শ শতাব্দী। o ురి 9 হেরি হম সচকিত আদর কেল। অবনত হেরি কোরপর (১) লেল ॥ সে তনু সরস পরশ যব ভেল। মানক-গরব রসাতল গেল ॥ নাসা পরশি রহল হম ধন্ধ । বিদ্যাপতি কহ ভাঙ্গল দ্বন্দ্ব ॥ চল দেখনে যাউ রিতু বসন্ত। (২) যই কুন্দ-কুসুম কেতকী হসন্ত ॥ যই চন্দা নিরমল ভমর কার। রয়নি (৩) উজাগরি (৪) দিন আন্ধার ॥ মুগুধনী মানিনী করয়ে মান। পরিপন্তিহি পেখএ পঞ্চবাণ ॥ ভণই সরস কবিকণ্ঠহার। মধুসূদন রাধা বন-বিহার। বসন্ত-বর্ণন । আওল ঋতুপতি রাজা বসন্ত । ধাওল অলিকুল মাধৰী-পন্থ (৫) ॥ দিনকর-কিরণ ভেল পয়গণ্ড । (৬) কেশর-কুসুম ধরল হেমদণ্ড ॥ (৭) (১) ক্রোড়ের উপর। (২) চল, বসন্ত-ঋতু দেখিতে যাই । (৩) রজনী । (৪) উজাগরি =উজ্জল । (৫) মাধবীলতার অভিমুখে। (৬) শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ গুপ্ত মহাশয় অর্থ করেন,—স্বৰ্য্যের কিরণ অশ্বের ভূষণ-স্বরূপ হইল। গণ্ড=অশ্ব-ভূষণ, পয়=প্রাপ্ত হওয়া। পৌগণ্ডী হইলে, ইহার অর্থ কৈশোরের পূর্বাবস্থা। শেষের অর্থই আমাদের নিকট সমীচীন বোধ হয়। (৭) “মদন মহীপতিকনকদগুরুচি কেশরকুসুম-বিকাশে ।” জয়দেব। )ー&b