পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৫৮
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

চিতেন।

অঙ্গ থর থর কাঁপিছে আমার
আর না চলে চরণ।
সেই শ্যাম-প্রেম-ভরে পুলক অন্তরে
সম্বরা যে ভার অম্বর॥[]

অন্তরা।

হায় সে যে কটাক্ষের অপাঙ্গ ভঙ্গিম
বয়ান কবে তা কি কব।
লেগেছে যাহারে প্রবেশি অন্তরে
সেই সে বুঝেছে ভাব॥

চিতেন।

কুল শীল ভয় লজ্জা তার যায়
না রাখে জীবন-আশি।
তার জলে বা স্থলে বা
অন্তরীক্ষে কিবা সন্দেহ নাহি মরিবার॥


নিত্যানন্দ বৈরাগীর গান।

নিতাই বৈরাগী—১৭৫১-১৮২১ খৃঃ।

বঁধুর বাঁশী বাজে বুঝি বিপিনে।
শ্যামের বাঁশী বাজে বুঝি বিপিনে॥
নহে কেন অঙ্গ অবশ হইল,
সুধা বরষিল শ্রবণে॥
বৃক্ষ-ডালে বসি পক্ষী অগণিত
জড়বৎ কোন্‌ কারণে॥
যমুনারি জলে বহিছে তরঙ্গ
তরু হেলে বিনে পবনে॥
একি একি সখি, এ কি গো নিরখি,
দেখ দেখি সব গোধনে॥

  1. অঙ্গের বসন সম্বরণ করা ভার হইল।