(U8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । বলো বলে প্রাণ-নাথেরে— বিচ্ছেদকে তার ডেকে নে যেতে। যদি থাকে ধার, না হয় শুধেই আসবো তার, কেন তসিল করে পোড়া মসিল বরাতে । আমার হলো উদোর বোঝা বুধের ঘাড়েতে ॥ তিনি প্রাণ লয়ে হে হলেন স্বতন্তর, মদন তা বুঝে না, বলে শুনে না, আমার ঠাই চাহে রাজ-কর। দেখি পাপ-দেশের পাপ-বিচার, দোহাই আর দিব কার, সদা প্রাণ বধে কোকিল কুহু-স্বরেতে। আন্টুনি সাহেবের গান। আন ঢুনি সাহেব সম্বন্ধে বিশেষ বিবরণ History of the Bengali Language and Literature z GIFF ao s-a-v něH HÈRU খৃষ্টে আর কৃষ্ণে কিছু প্রভেদ নাইরে ভাই। শুধু নামের ফেরে মানুষ ফেরে এও কোথা শুনি নাই । আমার খোদী যে হিন্দুর হরি সে ঐ দেখ হাম দাড়িয়ে রয়েছে। আমার মানব জনম সফল হবে যদি রাঙ্গা চরণ পাই ॥ অপাঙ্গে করুণা কর ওগো মাতঃ মাতঙ্গি ! ভজন সাধন জানি না মা জেতে আমি ফিরিঙ্গী ॥ জয়া যোগেন্দ্র-জীয়া, মহামায়া, মহিমা অসীম তোমার । একবার দুর্গ দুর্গা দুর্গ ব’লে যে ডাকে মা তোমায়, তুমি কর তায় ভবসিন্ধু পার । মা তাই শুনে এ ভবের কূলে,দুর্গ দুর্গা দুর্গ ব’লে বিপদকালে,
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।