প্রাচীন সঙ্গীত—দাশরথি রায়-জন্ম ১৮০৪ খৃঃ। &a) মুচীকে করে পুরোহিত করেছি সাবিত্রীর ব্রত। ঠাকুরের জিনিষ ঠাকুরকে না দিয়ে কুকুরকে দিয়েছি স্থত ৷ গজ-মুক্ত গেথে দিলাম বানর-পশুর গলে। o বোবাকে বললাম হরি বল, সে কেমন করেই বা বলে। জানি বেটা জন্ম-ভেড়া, দিলে কিছু শিক্ষা পড়া, লাগে যদি কাযে। তাও কথন লাগে কাযে ॥ দগুড়ের হাতে কি তবলা বাজে । রামশৃিঙ্গে যে বাজায় তার হাতে কি বাণী সাজে | যেমন শুক শারী আর শালিকে, চাকরে আর মালিকে । ডোঙ্গ আর শুলুকে (১), একখানি গা আর মুলুকে ॥ পাতালে আর গোলোকে, টমটমী আর ঢোলোকে . সালিম আর লালুখে, শাখে আর শামুকে ॥ * আফিঙ্গ আর তামুকে ॥ মালজমি আর থামারে, কলু আর কামারে। শেয়াকুল আর জামিরে, দরিদ্র আর আমীরে ॥ বেঙ্গে আর কুমীরে, গণ্ডারে আর শূকরে। চণ্ডালে আর ঠাকুরে, আগড়ে আর পুকুরে ॥ সিংহ আর কুকুরে, কমল-লোচন আর দর্দরে। বলবান আর আতুরে, বোকা আর চতুরে ॥ দেওয়ান আর মেথরে, রাজ-বৈদ্য আর হাতুড়ে। ধন্বন্তরি আর ভুতুড়ে, সক্ষম আর ভাতুড়ে ॥ ময়ূর আর বাছুড়ে, ভ্রমর আর পাছড়ে । আমন আর ভাকুরে ॥ কমলিনীর সঙ্গে দ্বন্দ্ব করিয়া মধুকরের তীর্থ-যাত্রা । শিমুল-ফুলের সহিত কথাবার্তা । হেথায় মনের বিরাগে অলি তীর্থ-বাসে যায় চলি নানা ফুলের সঙ্গে দেখা বনে। চলিল পদ্মিনীর স্বামী যেন শুকদেব গোস্বামী - ডাকিলে কথা কম না কারু সনে ॥ " (১) ডোঙ্গা=মুদ্র নৌকা। শুলুক=বৃহৎ বাণিজ্য-তরী।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।