পদাবলী—বিদ্যাপতি—১৪-১৫শ শতাব্দী। 6 న মাপুর। অব মথুরাপুর মাধব গেল। গোকুল-মাণিক কে হরি লেল। গোকুলে উছলল করুণাক রোল। নয়নক জলে দেখ বহয় হিলোল ॥ শুন ভেল মন্দির শূন ভেল নগরী। শুন ভেল দশ দিশ শুন ভেল সগরী ॥ কৈসে হম যাওব যমুনা-তীর। কৈসে নিহারব কুঞ্জ-কুটার ॥ সহচরী সঞে যহঁ কয়ল ফুল থেরি। কৈসে জীয়ব তাহি নেহারি ॥(১) বিদ্যাপতি কহে কর অবধান । কৌতুকে ছাপি তহি রহু কান। প্রেমক-অক্ষুর জাত (২) আত (৩) ভেল না ভেল যুগল পলাশী (৪)। প্রতিপদ চাদ উদয় যৈছে যামিনী সুখ-লব (৫) ভৈগেল নৈরাশা ৷ সজনি অব মুঝে নিঠুর মাধাই। অবধি রহল বিছুরাই (৬) ॥ স্বরতর-তল যব ছায়া ছোড়ল হিমকর বরিখয় আগি। দিনকর দিনফলে শত ন বারল হম জীয়ব কথি লাগি ॥ সজনি অব নহি বুঝিয়ে বিচার। ধনক আরতি ধনপতি ন পূরল রহল জনম দুখ-ভার ॥ (৭) (১) সহচরীদের সঙ্গে কৃষ্ণ যেখানে ফুল-খেলা খেলিয়াছিলেন, সেই স্থান দেখিয়া কিরূপে জীবনধারণ করিব ! (২) জন্মমাত্রই। (৩) আত=আৰ্ত্ত; এখানে তাপিত। (৪) পলাশ = পত্র । তাহার অস্কুরের দুই পত্র উদগত হইবার অবকাশ পাইল না। (৫) লব = কণা। সুখ-লব মুখলেশ । (৬) বিস্তৃত হইয়া। (৭) কল্পতরু-তলায় যখন ছায়া পাইলাম না, চন্দ্র যখন অগ্নি-বর্ষণ করিতে লাগিল, দুর্দিনে ( দিন-ফলে ) যখন স্বৰ্য্য শীত-নিবারণ করিতে পারিল না, তখন কি জন্ত আর জীবনধারণ করিব ! হে সখি ! আমি ইহা বুঝিতে পারিলাম না। ধনের প্রার্থনা ধনপতি পূরণ করিলেন না, জন্মে এই দুঃখ রহিয়া গেল।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।