○○b* বঙ্গ-সাহিত্য-পরিচয় । ( ১৬ ) ললিত—ক্লপক। কার আছে এমন জাল, আছে মোর যেমন জাল । কার বা ঘটাই জাল, কার ঘুচাই জঞ্জাল ॥ না ডুবি ডুবেী-জলে, ডুবায়ে রাখি জালে, জগৎ ডুবাই জালে, এমনি মোর মায়াজাল ॥ আছে এক মায়ানদী, ধরি মীন নিরবধি, কত বা ধরি মীন নাহিক অবধি, জাল-ছাড়া হয়ে কেউ পলাতে চায় যদি, সাধ্য কি এড়াইতে পারে ভব-ভেজাল ॥ কৃষ্ণকমল গোস্বামী। কৃষ্ণকমলের বিশেষ বিবরণ বঙ্গভাষা ও সাহিত্যের ৬৪০-৬৪৯ পৃষ্ঠায় দ্রষ্টব্য। রাধার কৃষ্ণ-দর্শনে যাত্রা । সখীগণ । ধনী বের হ’ল গো,— গজরাজ-গতি-গঞ্জী-গমনে গোকুলচন্দ্রে ভেটিতে। (নিষেধ না মানিয়ে,—এলোথেলো পাগলিনী-বেশে)– শু্যাম-জয়-ধ্বনি দিয়ে যায় ধনী যেন সুরধুনি সিন্ধু মিলিতে ॥ ধ্বনি শুনি ধনীর নাহি বাহাবেশ, এলায়ে পড়েছে সুশোভিত কেশ, হে’লে ঢুলে পড়ে চলিতে। বাণে বিধা যেন হরিণীর প্রায়, চকিত নয়নে ইতি উতি চায়, মন্থর গতি, চঞ্চল মতি, ও গো শ্ৰীমতীর এ মতি নারি নিবারিতে ॥ কনক-লতিকা কমলিনী-কায়, কনকের গিরি কুচ-যুগ তয়, আহা মরি মরি! কিবা শোভা পায়, অপরূপ হের ললিতে !
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।