سراسر dلا বঙ্গ-সাহিত্য-পরিচয় । শ্ৰীঅঙ্গের সহ শ্রীঅঙ্গ-মিলন, মন-সহ মন, নয়নে নয়ন, মরি কি মিলন হয়েছে ; ত্যজে পক্ষপাত করে অক্ষপাত, কটাক্ষে কি লক্ষ্য করেছে ; যেন তৃষিত চকোরে, পেয়ে সুধাকরে, সুধা পান করে মজে রয়েছে। নব কাদম্বিনী-সহ সৌদামিনী, কনক-জড়িত মরকত মণি, সবে এ রূপের উপমা দিয়েছে ; নব-ঘন-ঘটার কি লাবণ্য-শোভা, সৌদামিনী-সহ, ক্ষণমাত্র প্রভা, কিরূপে উপমা মিলেছে ৷ দেখ, হেম-মরকত, কঠিন স্বভাবতঃ, তা কি গণি ধনি, এরূপের কাছে ; কোটি নেত্র যদি দিত জড় বিধি, দেখিতাম এরূপ বসে নিরবধি, বিধি তায় অবিধি করেছে ; যদি দিল দু নয়ন, তাহে ক্ষণ ক্ষণ, পলক-পতন ঘটায়ে রেখেছে ৷ যুগল-মিলনে গৌররূপের পূর্বাভাস। ললিতা। আহা ! দেখু বিশাখে । আমাদের রাধাকান্তি শুমাঙ্গে, আবার শুামকান্তি রাধাঙ্গে প্রতিভাসিত হয়ে কি অপুৰ্ব্ব শোভা হয়েছে! বিশাখা। ই ললিতে ! বোধহয় যেন, শুাম রাই সেজেছে, আর রাই শু্যাম সেজেছে ! কৃষ্ণ । ( নিজাঙ্গে দৃষ্টি করিয়া ) আজ কেন অঙ্গ গৌর হলরে, ভাবি তাই। এখনো ত আমার গৌর হবার সময় হয় নাই ৷ সদাশিব ত অদ্বৈত হয় নাই,–( এখনো যে )– দাদা বলাই যে এখনো হয় নাই নিতাই ॥ পিতা নন্দ হয় নাই মিশ্র পুরন্দর, মা যশোদা হয় নাই শচী-কলেবর ;
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।