পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—বিদ্যাপতি—১৪-১৫শ শতাব্দী। ు 6 ఫ్చి অঙ্কুর তপন-তাপে যদি জারব কি করব বারিদ মেহে । (১) ইহ নব যৌবন বিরহে গমাওব কি করব সে পিয়া লেহে ॥ ভণই বিদ্যাপতি শুন বর-যুবতী অব নহি হোত নিরাশ। সো ব্ৰজ-নন্দন হৃদয়-আনন্দন ঝটিতে মিলব তুয় পাশ ॥ কুসুমিত কানন হেরি কমল-মুখী মুদি রন্থয় নয়নি। কোকিল-কলরব মধুকর-ধ্বনি শুনি কর দেই ঝাপই কাণ ॥ মাধব শুন শুন বচন হুমারি । তুয় গুণে সুন্দরী অতি ভেল দুবরি (২) গুণি গুণি প্রেম তোহারি ॥ ধরণী ধরি ধনী কত বেরি বৈঠও পুন তহি উঠই নহি পারা । কাতর দিঠি করি চৌদিশ হেরি হেরি নয়নে গলয়ে জল-ধারা ॥ তোহারি বিরহে দীন ক্ষণে ক্ষণে তনু ক্ষীণ চৌদশী-চাদ-সমান (৩) । ভণই বিদ্যাপতি শিবসিংহ নরপতি লছমী দেবী পরমাণ ॥ অনুখন মাধব মাধব মুমরইত সুন্দরী ভেলি মধাই। ও নিজ ভাব সোভাবহি বিসরল অপন গুণ লুবধাই ॥ (৪) মাধব অপরূপ তোহারি স্থলেহ । আপন বিরহে অপন তনু জরজর জীবইতে ভেলি সন্দেহ ॥ (৫) ভোরহি সহচরী কাতর-দিঠি হেরি ছল ছল লোচন-পানী। অনুখন রাধী রাধা রটতহি আধা আধা বাণী ॥ রাধা সঞে যব পুন তহি মাধব মাধব সঞে যব রাধা। দারুণ প্রেম তবহি নহি টুটত বাঢ়ত বিরহক বাধা ॥ দুহু দিশ দাব-দহনে যৈছে দগধই আকুল কীট-পরাণ। ঐছন বল্লভ হেরি স্থধামুখী কবি বিদ্যাপতি ভাণ। (১) অঙ্কুর যদি স্থৰ্য্য-তাপে দগ্ধ হইয়া যায়, তৎপর জলবর্ষ মেঘ আসিয়াই বা কি করিবে ? (২) দুৰ্ব্বল । (৩) কৃষ্ণপক্ষের চতুর্দশীর চাদ তুল্য। (৪) অনুক্ষণ মাধব স্মরণ করিতে করিতে তিনি নিজেই কৃষ্ণ হইলেন, তাহার নিজের ভাব সম্পূর্ণ বিস্তৃত হইয়া তোমার ভাব প্রাপ্ত হইলেন। সোহং’-তত্ত্ব। (৫) নিজের বিরহেই নিজে জীর্ণ, তাহার জীবনের আশা কম। ( এই পদে গৌরাঙ্গের পূর্বাভাস পাওয়া যায় )।