>ぐ2>ぐり কৃষ্ণ । ਾਂ । বঙ্গ-সাহিত্য-পরিচয় । —( বড় বিপদে আছে হে,—বিধুমুখী রাইকে নিয়ে )– সোণার ব্রজ ছারখার, দিবসেতে অন্ধকার,–হে হাহাকার-ধবনি মাত্র শুনি । —( সবাকার মুখে হে )– যদি মনে ছিল এত, . তবে প্রেম বাড়ান এত, উচিত না ছিল গুণমণি ॥ —(সবার প্রাণ বধিতে হে—ওহে নিষ্ঠুর নিরদয় )– তাল–রপক । বল চন্দ্রে বল আমার শপথ লাগে, রাধার কথা বলে আমায় বাচাও আগে । রাগিণী—বাগেশ্ৰী, তাল—একতাল। শুধ শুধা সুধামুখী রাধার কথা সুধাও কি— —আর ব্ৰজ-সুধাকর আমায়। কইতে তার দুখ, মুখ হয় মুক, মনে হ’লে রাধার বিধুমুখ– বঁধু বলব কি আর দুখে বুক ফেটে যায় ॥ হেম-কমলিনী হ’য়েছে মলিনী, দিনমণি বিনে যেন কমলিনী, সে যে নিরপরাধিনী, চিরপরাধিনী, প্রেমে পরাধিনী—বঁধু হে,— তবে কি অপরাধিনী হ’ল তব পায় ॥ দিবানিশি ধনীর কি আগুণ জ্বলে, সে আগুন জলে গেলেও দ্বিগুণ জলে, মরি ! মরি জ’লে, মন জলে প্রাণ জলে, ব’লে ভেসে যায় দুটী নয়নের জলে, বিদ্যুত-লজ্জিতকৃত যে রূপসী— সে রূপচ্ছেদক বিচ্ছেদরপ আসি, মরি ! কি দারুণ অসি, পশি কৈল মসী, শশিরাশি-জিত যে শশী,— হ’ল সে শশী অসিত চতুর্দশীর প্রায়।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।