>や>b" বঙ্গ-সাহিত্য-পরিচয় । নিকুঞ্জ-বন। নিকুঞ্জে সখীগণ-সহ রাধিক আসীন। (চন্দ্রাদুতীর প্রবেশ ) রাধিক । (চন্দ্রাকে দর্শনপূর্বক শশব্যস্তে উঠিয়া,—স্বরে ) চন্দ্র । তব পথ নিরখিয়ে বসে আছি সই ! তুমি চন্দ্রে একা এলে, প্রাণনাথ কই ? রাধে ! প্রেমময়ি –(সুরে )— অঘটন ঘটাতে পারি কৃপা হ’লে তোর ; ঘটন ঘটাতে কি অসাধ্য হয় মোর ? তাল—রাপক । ধৈর্য্য ধর গো রাই বিনোদিনি ! পাবি এখনি তোর সে শু্যাম-গুণমণি । ( কুঞ্জ-দ্বারে কৃষ্ণ দণ্ডায়মান ) রাধিক । ( কৃষ্ণ-দর্শনপূর্বক সখীগণের প্রতি ) রাগিণী—মনোহরসাহি, তাল—লোভা । কুঞ্জের দ্বারে ঐ কে দাড়া’য়ে ? —( দেখ দেখি গো, ওগো ও বিশাখে ! ) ও কি বারিধর, কি গিরিধর, ও কি নবীন মেঘের উদয় হ’ল ; —( দেখ দেখি গো, ওগো ও ললিতে 1)— না কি মদনমোহন ঘরে এল ? ও কি ইন্দ্ৰধনু যায় দেখা, —(নব জলধরের মাঝে )— না কি চূড়ার উপর ময়ূর-পাখা ? ওকি বকশ্রেণী যায় চ’লে, —( নিশ্চয় করিতে নারি গো )— না কি মুক্তামালা গলে দোলে ? ও কি সৌদামিনী মেঘের গায়, —( দেখ, দেখি গো, সহচরি )– না কি পীতবসন দেখা যায় ?
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।