পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০২৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় । সখি কি পুছসি অনুভব মোয়। সোই পরিতি অনুরাগ বাথানিতে তিলে তিলে নুতুন হোয়। জনম অবধি হম রূপ নেহারল নয়ন ন তিরপিত ভেল। সে হে মধুত্ৰ বোল শ্রবণহি শুনল শ্রতিপথে পরশ ন গেল । কত মধু-যামিনী রভসে গমাওল ন বুঝল কৈসন কেল। লাখ লাখ যুগ হিয় হিয় রাখল তইও হিয়া জুড়ল ন গেল। কত বিদগধ জন রস অনুমগন অনুভব কাহু ন পেখ। বিদ্যাপতি কহ প্রাণ জুড়াইত লাখে ন মিলল এক । প্রার্থনা ৷ যতনে যতেক ধন পাপে বাটাওল মিলি পরিজন খায়। মরণক বেরি (১) হেরি কোই ন পুছত করম সঙ্গে চলি যায় (২) । এ হরি বাধা তুয় পদ-নায়। তুয় পদ পরিহরি পাপ-পয়োনিধি পার হোয়ব কওন উপায় ॥ যাবৎ জনম হম তুয় পদ ন সেবলু যুবতী মতি মঞে মেলি (৩)। অমৃত তেজি কিয়ে হলাহল পিয়ল সম্পদে বিপদহি ভেলি। ভণই বিদ্যাপতি নেহ মনে গণি কহলে কি বাঢ়ব কাযে । সাৰাক বেরি হেরি কোই নাহি পুছত হেরইতে তুয়া পায় লাজে। মাধব বহুত মিনতি করু তোয় । লএ তুলসী তিল দেহ সোপল (৪) দয়া যনু ন ছোড়বি মোয়। গণইতে দোষ গুণলেশ ন পাওবি যব তুহু করবি বিচার। তুহু জগন্নাথ জগতে কছাওসি (৫) জগ-বাহির নহ মোঞে ছার ॥ কিএ মানুষ পশু পার্থী ভএ জনমিয় অথবা কীট পতঙ্গ । করম-বিপাকে গতাগত পুন পুন মতি রহু তুয় পরসঙ্গ ॥ (৬) ভণই বিদ্যাপতি অতিশয় কাতর তরইতে ইহ ভবসিন্ধু। তুয় পদ পল্লব করি অবলম্বন তিল এক দেহ দীনবন্ধু। (১) বেলা । (২) তখন কৰ্ম্মমাত্রই আমার সঙ্গী। (৩) যুবতীদের প্রতি আমার মতি স্থির করিয়া। (৪) তুলসী এবং তিল হস্তে লইয়া দেহ তোমাকে সমর্পণ করিলাম। (৫) জগতে প্রচার। (৬) কৰ্ম্ম-বিপাকে মনুষ্য, কীট, পশু, পক্ষী যাহাই কেন হইয়া, ইহসংসারে গমনাগমন করি, আমার মতি যেন তোমার প্রসঙ্গে থাকে। -