পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

গোপাল উড়ে।

বিশেষ বিবরণ History of Bengali Language and Literature পুস্তকের ৭৩১ পৃষ্ঠায় দ্রষ্টব্য।

(১)

ঝিঁঝিট—আড়খেমটা।

কে করেছে এমন সর্ব্বনাশ,
হলো অরাজকে বাস।
আঁটকুড়ীর ছেলেদের জ্বালায়,
জ্বলি বারোমাস॥
ডাল ভেঙ্গেছে ফুল তুলেছে,
পাতা ছিঁড়ে ডাঁটা-সার করেছে,
পাঁপড়ি গুলো মুচড়ে দেছে,
যার যে অভিলাষ॥

(২)

পরজ—একতালা।

ভাঙ্গা বাগান যোগান দেওয়া ভার।
ফুলে নাই সে বাহার॥
কেউ গেছে কুঁড়িতে মজে,
কেউ হয়েছে বোঁটা-সার॥
ডাকে না কেউ আদর ক’রে,
যদি বেচি ধারে-ধোরে,
পয়সা দিতে ঝগড়া করে,
যাচ্‌লে নেয় না পুনর্ব্বার॥

(৩)

আড়খেম্‌টা।

ঐ দেখা যায় বাড়ী আমার,
চারদিকে মালঞ্চে ঘেরা।
ভ্রমরেতে গুণগুণ করে,
কোকিলেতে দিচ্ছে সাড়া॥
ভ্রমরা ভ্রমরীসনে, আনন্দিত কুসুম-বনে,
আমার ঐ ফুলবাগানে,
তিলেক নাই বসন্ত ছাড়া॥