>○8b " বৃন্দাবনে গমন । রূপের সঙ্গে মিলন । বঙ্গ-সাহিত্য-পরিচয় । এথা হৈতে সনাতন গেলা বৃন্দাবনে। রূপ-সঙ্গে দেখা হৈল ভাণ্ডীর মহাবনে ॥ দেখিএ শ্রীরূপ গোসাঞি হরষিত মন । দরিদ্র পাইল যেন পোত-বান্ধা ধন ॥ রূপ কান্দে সনাতনের চরণ ধরিঞা । এতদিন পরে মোরে আইলা স্মরণ করিঞা ॥ ইহা বলি কোলে করি তুলিলা সনাতন। না কান্দ না কান্দ ভাই স্থির কর মন ॥ রূপ বলে তোমার সঙ্গ পাইল চিরদিনে । মহাপ্রভুর বার্তা কহ শুনিয়ে শ্রবণে ॥ তবে সনাতন বলে প্রভু কাশীপুরে। তোমা প্রতি কৃপা কত কহিমু তোমারে ॥ সনাতন-সঙ্গে প্রভু বসি একাসনে । রাত্রি দিন কৃষ্ণ-কথা আর নাই মনে ॥ বৃন্দাবনে পরিক্রম করে দুই জনে। কাহা কৃষ্ণ নিত্য নিত্য করয়ে রোদনে ॥ কিশোর কিশোরী বলি ভূমিত লোটায়। মৃত তরু মুঞ্জরে যেন পাষাণ মিলায় ॥ কান্দিতে কান্দিতে দোহে হৈল অচেতন। তাহার কান্দায় কন্দে যত মৃগগণ ॥ নানা জাতি পক্ষ কান্দে হেরিঞ বয়ান। কমল মুদিত হয় হেরিঞ নয়ান ॥ হাহাকার শব্দ হৈল সকল বৃন্দাবনে। রূপ সনাতন কান্দে কিসের কারণে ॥ কি জানি চাহিয়া ফিরে যমুনার তীরে। কেহত ইহার ভাব বুঝিতে না পারে। অস্থির-গতি স্থির দু হে কৰ্ভু নাহি হয়। যে দিন যেখানে যাএ সেই থানে রয় ॥ এই মত পরিক্রম করে দুই জন । কত দিন পরে আইলা গিরি গোবৰ্দ্ধন ॥ গোবৰ্দ্ধনে প্রণাম করি বসিলা দুই ভাই। সেই স্থানে জিজ্ঞাসিলা শ্রীরূপ গোসাঞি ॥
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।